X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বাফুফে অনড়, তবু শেষ চেষ্টা স্বপ্নচূড়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২০

স্বপ্নচূড়ার ভাগ্য পাল্টাবে? দুই দফা পিছিয়ে মেয়েদের ফুটবল লিগ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। শুরুতে এই লিগে ৮টি দলের অংশগ্রহণের কথা থাকলেও শেষ মুহূর্তে একটি দলকে বাদ দেওয়া হয়েছে। স্বপ্নচূড়া এবং আক্কেলপুর ফুটবল একাডেমি দলবদলে অংশ নিলেও তারা খেলতে পারছে না। দলবদলের পরই তাদের বাদ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। কিন্তু বাদ পড়েও সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিল ক্লাবটি। সেখানেও প্রত্যাখ্যাত হয়েছে। তারপরেও হাল ছাড়ছে না ক্লাবটি। তৃতীয় দফা আবেদন করেছে।

সুনামগঞ্জ ও জয়পুরহাটের কর্মকর্তারা এক হয়ে স্বপ্নচূড়া এবং আক্কেলপুর ফুটবল একাডেমি নামে মেয়েদের লিগে খেলার ইচ্ছেটা জানিয়েছিল। সেই সূত্রে তারা দলবদলে অংশ নেয়। ময়মনসিংহ,টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে ২৩ জন খেলোয়াড় নিয়ে প্রস্তুতিও শুরু করেছিল তারা। গত ২৫ জানুয়ারি থেকে দলটি ঢাকায় অনুশীলন করছে।

কিন্তু নিজেদের অভ্যন্তরীণ জটিলতার কারণে এখন তাদের লিগেই খেলা হচ্ছে না! দলবদলের পর তাদের ক্লাবের কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। যে কারণে বাফুফে কোনও ঝুঁকি না নিয়েই ক্লাবটিকে লিগ থেকে বাদ দেয়। ক্লাবটি আবারও খেলার আবেদন করেও প্রত্যাখাত হয়েছে। তারপরেও তৃতীয় দফায় চেষ্টা করে যাচ্ছে।

স্বপ্নচূড়ার ম্যানেজার রাকিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘আমরা সবরকমের চেষ্টা করে যাচ্ছি। যেহেতু আমরা দলবদলে অংশ নিয়েছি। মেয়েরা এখন ঢাকায় থেকে অনুশীলন করছে। তাই আমরা চাইছি যেকরেই হোক তারা যেন খেলতে পারে। মেয়েদের মন যেন না ভেঙে যায়।’

নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে এই কর্মকর্তার ব্যাখ্যা, ‘নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলে কী দলের খেলা বন্ধ থাকে? ওই সমস্যা মিটে গেছে। এখন কোনও সমস্যা নেই। আর সমস্যা থাকলেও তা দলের খেলায় কোনও ব্যাঘাত ঘটবে না। তাই আমরা আজও(বুধবার) বাফুফেতে গিয়ে শেষ চেষ্টা করছি। যেন আমাদের লিগে খেলতে অনুমতি দেওয়া হয়।’

অন্যদিকে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আগেই বলেছেন, ‘ক্লাবটির নিজেদের মধ্যে সমস্যা আছে। এখন এই অবস্থায় তো তাদের খেলতে দেওয়া যায় না। যদি তারা খেলার শুরুতে কিংবা মাঝে কোনও সমস্যার সৃষ্টি করে তখন কী হবে। আমরা ভেবে-চিন্তেই তাদের লিগে খেলতে দিচ্ছি না।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!