X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘বড়’দের ক্রিকেটেও উজ্জ্বল জুনিয়র তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৯

অভিষিক্ত তানজিদকে ক্যাপ পরিয়ে দিচ্ছেন আশরাফুল তামিম ইকবালের সঙ্গে শুধু নাম নয়, ব্যাটিংয়ের ধরনেও দারুণ মিল। দেশসেরা ওপেনারের মতো তানজিদ হাসান তামিমও বাঁহাতি ওপেনার এবং একই রকম আগ্রাসী। জুনিয়র তামিমের দারুণ কাটছে দিনকাল। ক’দিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন যুব বিশ্বকাপের ট্রফি নিয়ে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অপরাজিত ছিলেন ১২৫ রানে। এবার প্রথম শ্রেণির ক্রিকেটেও তানজিদের দারুণ অভিষেক।

ওপেনার হলেও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে নেমেছেন ছয় নম্বরে। ৫২ বলে ফিফটি করা তানজিদ থেমেছেন ৮২ রানে। ৮৭ বলের আক্রমণাত্মক ইনিংসে ৭টি চার আর দুটি ছক্কা।

প্রথম শ্রেণির মতো ঘরোয়া টি-টোয়েন্টি আর লিস্ট ‘এ’ ক্রিকেটেও হাফসেঞ্চুরিতে অভিষেক তানজিদের। গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি ফরম্যাটের লড়াইয়ে উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে ৫৭ বলে করেছিলেন ৭২ রান। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ৫ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটা এনে দিয়েছিল ম্যাচ সেরার পুরস্কারও।

পরের মাসেই লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক। আর সেদিনও ফিফটির উচ্ছ্বাস তানজিদের, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৭৫ বলে ২ চার ও ৪ ছক্কায় করেন ৬৪ রান।

যুব বিশ্বকাপ জয়ে তানজিদের অবদান কম ছিল না। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতানো ৮০ রান তো ছিলই। তার আগে গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ৩২ আর পাকিস্তানের বিপক্ষে ৩৪ রানের মূল্যও কম নয়।

এবার প্রথম শ্রেণির ক্রিকেটেও উজ্জ্বল অভিষেক। ফাইনালের আগে তাকে ক্যাপ পরিয়ে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সেই ক্যাপ পরেই করেছেন ৮২ রান। তবু একটু হতাশ তানজিদ। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘একটু খারাপ লাগছে, সেঞ্চুরির সুযোগ নষ্ট করেছি। সেঞ্চুরি পেলে খুব ভালো লাগতো। ছোট আর বড়দের ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য। নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে চাই, বড়দের ক্রিকেটে দীর্ঘদিন খেলতে চাই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক