X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতের সামনে বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১০

বাংলাদেশের উইকেট উল্লাস মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আয়োজক অস্ট্রেলিয়া। শিরোপা দৌড়ে ফেবারিট ধরা হচ্ছে তাদেরই। সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ভারতের সামনে যখন বাংলাদেশ, তখন কঠিন পরীক্ষারই আভাস মিলেছিল। যদিও বোলিং-ফিল্ডিংয়ে ‍দুর্দান্ত এক বাংলাদেশেরই দেখা মিললো। চমৎকার পারফরম্যান্সে ভারতকে বেশিদূর যেতে দেয়নি বাংলাদেশের মেয়েরা।

আজ (সোমবার) পার্থে নিজেদের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের সামনে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছে ১৪২ রান। বাংলাদেশের বোলার-ফিল্ডাররা তাদের কাজ সেরে রেখেছেন, এবার ব্যাটারদের মেলে ধরার পালা।

বোলিংয়ের শুরুতেই উইকেট উৎসবে মাতে মেয়েরা। তানিয়া ভাটিয়াকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন অধিনায়ক সালমা খাতুনই। তানিয়া ডাউন দ্য উইকেটে খেলতে আসছেন, সেটা বুঝে সালমান দিলেন ওয়াইড ডেলিভারি। ভারতীয় ওপেনার বল ব্যাটে লাগাতে না পারলে উইকেটকিপার নিগার সুলতানা স্টাম্পিং করতে কোনও ভুল করেননি। ২ রানে বিদায় নেন তানিয়া।

শুরুর ওই ধাক্কা অবশ্য ভারত কাটিয়ে উঠেছিল শেফালি ভার্মা ও জেমিমা রদ্রিগেসের ব্যাটে। শেফালি ব্যাটে ঝড় তুলে খেলে যান ১৭ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৯ রানের ইনিংস। পান্না ঘোষের শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে। খানিক পর এই পান্নাই তুলে নেন অধিনায়ক হারমানপ্রিত করের গুরুত্বপূর্ণ উইকেট। পয়েন্টে রুমানা আহমেদের হাতে ধরা পড়ার আগে ভারতীয় অধিনায়ক করেন ৮ রান।

বাংলাদেশের মেয়েদের ফিল্ডিং ছিল দেখার মতো। দুটো রান আউটে সেটির ছাপ। নাহিদা আক্তার ও উইকেটকিপার নিগারের চেষ্টায় জেমিমা যেভাবে আউট হলেন, এবারের বিশ্বকাপে নিশ্চিতভাবে অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে। ব্যাকওয়ার্ড পয়েন্টে ঝাঁপিয়ে বল ঠেকিয়ে নাহিদা থ্রো করেন স্টাম্প বরাবর, দৌড়ে এসে নিগার বল গ্লাভসে নিয়ে ভেঙে দেন স্টাম্প। তাতে ৩৪ রানের শেষ হয় জেমিমার ইনিংস।

সালমা খাতুনের দ্বিতীয় শিকার হয়ে রিচা ঘোষ ফেরার পর দ্বিতীয় রান আউটটি ছিল চমকপ্রদ। ভারতের দুই ব্যাটার দিপ্তি শর্মা ও ভেদা কৃষ্ণমূর্তি দুজনই দাঁড়িয়ে গেলেন প্রতিদ্বন্দ্বীর ভূমিকায়! ফারজানা হকের থ্রো গ্লাভসে নেওয়া নিগার স্টাম্প ভাঙার আগে ভারতের দুজন ব্যাটারই একপ্রান্তে। রান আউট থেকে বাঁচতে একজন দৌড়ে দাগ ছুঁলেন, আরেকবার ড্রাইভ ‍দিয়ে বাঁচতে চাইলেন। তাহলে কে আসলে আউট? অনেকক্ষণ রিপ্লে দেখার পর দিপ্তির আউটের সিদ্ধান্ত আসে। প্যাভিলিয়নে ফেরার আগে তিনি করেন ১১ রান।

শেষ দিকে ভেদা (২০*) ও শিখা পান্ডের (৭) ব্যাটে ৬ উইকেটে ১৪২ রান করে ভারত।

চমৎকার বোলিংয়ে সালমা ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নেন ২ উইকেট। তার মতো ২ উইকেট শিকার পান্না ঘোষেরও, তিনিও ৪ ওভার দিয়েছেন ২৫।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী