X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৩

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ একমাত্র টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। সিকান্দার রাজা-ক্রেইগ আরভিনের জুটি ভাঙার পর এখন ৮ উইকেট নেই সফরকারী জিম্বাবুয়ের। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৭০ রান! 

বিশাল লিড নিয়ে জিম্বাবুয়েকে দ্রুত গুটিয়ে দেওয়ার পরিকল্পনায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিন সকাল থেকেই সফরকারীদের ভোগান্তিতে ফেলেছেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম।
তাইজুলের ঘূর্ণিতে শুরুতেই স্লিপে ক্যাচ উঠেছিল কাসুজার। কিন্তু সুযোগটি পরিপূর্ণ ছিল না। ১১তম ওভারে আর শেষ রক্ষা হয়নি ডানহাতি ওপেনারের। তাইজুলের ঘূর্ণিতে বল ব্যাটের কোনায় লেগে জমা পড়ে দ্বিতীয় স্লিপে। তিনি ফেরেন ১০ রানে।

ব্রেন্ডন টেলর থিতু হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু নিজের ভুলেই বড় শট খেলতে গিয়ে সাজঘরের পথ ধরেছেন। নিজের প্রথম ওভারেই টেলরের উইকেটটি নিয়েছেন নাঈম হাসান।

এই পরিস্থিতি দ্রুত সামলানোর চেষ্টা করেছেন ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজা। তাদের ৬০ রানের জুটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের। কিন্তু লাঞ্চ ব্রেকের আগে অযথা রানআউট হয়েছেন আরভিন (৪৩)। জিম্বাবুয়ে অধিনায়ককে রান আউট করেছেন মুমিনুল।

প্রথম সেশনের বিরতির পর পর ফিরে গেছেন সিকান্দার রাজাও। আরভিনের সঙ্গে জুটি ভাঙার পর তাইজুলের ঘূর্ণিতে ক্যাচ দিয়ে ফিরেছেন। পুল করতে গিয়ে মিড উইকেটে মুশফিকুর রহিমের হাতে তালুবন্দী হয়েছেন। রাজা ফেরেন ৩৭ রানে।

এরপর টিমিসেন মারুমা ও রেজিস চাকাভা মিলে কিছুক্ষণ প্রতিরোধ গড়েন। তাদের এই প্রতিরোধ ভাঙেন তাইজুল। চাকাভাকে তুলবন্দী করান তিনি ১৮ রানে। নতুন নামা এইনসলে এনডিলোভুও ফিরে যান পরের ওভারে। নাঈম হাসানের এলবিডাব্লিউতে বিদায় নেন তিনি।

তৃতীয় দিন ২৯৫ রানের লিড পেয়ে ৬ উইকেটে ৫৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিতেই সম্ভব হয়েছে তা। পরে শেষ বিকালে জিম্বাবুয়ে খেলতে নামলে সেখানেও ছিল স্বাগতিকদের আধিপত্য। নাঈমের ঘূর্ণিতে তারা তুলে নেয় দুই উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়