X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

প্রোটিয়াদের লজ্জায় ডুবিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪১

দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার সিরিজ জয় মাত্র পাঁচ দিন আগে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে বড় হারের লজ্জা দিয়েছিল অস্ট্রেলিয়া। আবারও স্বাগতিকদের লজ্জায় ডুবালো অ্যারন ফিঞ্চরা। কেপ টাউনে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের মাত্র ৯৬ রানে গুটিয়ে অস্ট্রেলিয়া পেয়েছে ৯৭ রানের জয়। তাতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা।

প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা ১০৭ রানে। ওটাই ছিল টি-টোয়েন্টি ইতিহাসে প্রোটিয়াদের সবচেয়ে বড় হার। আর বুধবার রাতে ৯৭ রানে হারিয়ে কুইন্টন ডি ককদের দিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ হারের লজ্জা। সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৫ উইকেটে করে ১৯৩। রান তাড়া করতে নেমে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা, ১৫.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯৬ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বোলারদের জন্য কাজটা সহজ করে রেখেছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চ। ঝড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১২০ রান। দুজনই পান হাফসেঞ্চুরি। ওয়ার্নার ৩৭ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৫৭। আর ফিঞ্চ ৩৭ বলে ৬ চার ও ১ ছক্কায় খেলে যান ৫৫ রানের ইনিংস।

শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে ম্যাথু ওয়েড ১০, মিচেল মার্শ ১৯ ও ব্যাটিং অর্ডারের নিচে নেমে স্টিভেন স্মিথ ১৫ বলে ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩০ রানে। দক্ষিণ আফ্রিকার পাঁচ বোলার কাগিসো রাবাদা, আইনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিদি, ডোয়াইন প্রিটোরিয়াস ও তাবরেজ শামসি প্রত্যেকে নেন একটি করে উইকেট।

১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মিচেল স্টার্কের প্রথম ওভারের চতুর্থ বলে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ডি কক (৫)। এরপর স্টার্কের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ফাফ ডু প্লেসি (৫)। ওই জায়গা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ ২৪ রান করেন রাসি ফন ডের ডুসেন। ২২ রান ‍আসে হেনরিক ক্লাসেনের বাট থেকে।

ম্যাচসেরার পুরস্কার জেতা স্টার্ক ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। অ্যাস্টন অ্যাগার ১৬ রান খরচায় নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৯৩/৫ (ওয়ার্নার ৫৭, ফিঞ্চ ৫৫, স্মিথ ৩০*, মার্শ ১৯; শামসি ১/২৫, এনগিদি ১/৩৩)।

দক্ষিণ আফ্রিকা: ১৫.৩ ওভারে ৯৬ (ফন ডের ডুসেন ২৪, ক্লাসেন ২২, মিলার ১৫, প্রিটোরিয়াস ১১; অ্যাগার ৩/১৬, স্টার্ক ৩/২৩, জাম্পা ২/১০)।

ফল: অস্ট্রেলিয়া ৯৭ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: মিচেল স্টার্ক।

সিরিজসেরা: অ্যারন ফিঞ্চ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি