X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

লিগ বন্ধে কোচ-খেলোয়াড়দের বেতন নিয়ে শঙ্কায় ক্লাবগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ২০:১৯আপডেট : ২৫ মার্চ ২০২০, ২০:৪৩

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। করোনাভাইরাসের ভয়াবহতায় লিগ শুরু নিয়ে আছে অনিশ্চয়তা। খেলা বন্ধ থাকায় ক্লাবগুলোও বিপাকে। স্থানীয় ও বিদেশি খেলোয়াড় ও কোচদের বেতন-ভাতা কিভাবে দেওয়া হবে, তা নিয়ে আছে সংশয়। বড় ক্লাবগুলোর চেয়ে বেশি চাপে ছোট কিংবা মাঝারি ক্লাবগুলো।

লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় কোচ ও খেলোয়াড়দের অলস সময় কাটাতে হচ্ছে। খেলা যদি দীর্ঘসময়ের জন্য বন্ধ থাকে তাহলে তাদের বেতন কিভাবে দেওয়া হবে, দুশ্চিন্তায় কর্মকর্তারা। এ নিয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরাও বিষয়টি চিন্তা করছি। খেলা না থাকলে খেলোয়াড়দের বেতন দিবো কিভাবে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলে তো বেতন দেওয়া কঠিন। যখন খেলা শুরু হবে, তখন আবার তাদের বেতন দিতে হবে। তাহলে কি আমাদের বেশি অর্থ দিতে হবে তাদেরকে?’

এজন্য অবশ্য তারা ফিফা-এএফসির দ্বারস্থ হয়েছেন। ইমরুল জানালেন, ‘এরই মধ্যে আমরা বাফুফেকে জানিয়েছি যে ফিফা-এএফসি কী বলে, তা জানানোর জন্য- আমাদের কি খেলোয়াড়দের খেলা থাকলে নাকি না থাকলেও টাকা দিতে হবে।’

আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু অবশ্য বিষয়টি নিয়ে ততটা চিন্তিত নন, ‘যে কোনোভাবে বিষয়টি সমন্বয় করে নিতে হবে। এছাড়া কিছু করার নেই। আমরা প্রয়োজনে সেই দিকে যাব।’

তবে মাঝারি কিংবা ছোট ক্লাবগুলোর বিপদ বেশি। খেলা নেই, কিন্তু কোচ ও খেলোয়াড়দের বসিয়ে টাকা দিতে হচ্ছে। এতে করে তাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে। রহমতগঞ্জের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ বলেছেন, ‘বিদেশি খেলোয়াড়েরা ঢাকা ছাড়তে পারছেন না। তার ওপর তাদের টাকা প্রয়োজন। কিন্তু লিগ তো বন্ধ। শিগগিরই তা শুরু না হলে আমাদের পক্ষে তাদের বেতন দেওয়া কঠিন হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন