X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্ষতিপূরণ চেয়ে ভারতকে ছাড়ছেই না আইসিসি

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২০, ১৮:২২আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৮:২৭

আইসিসি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে ক্ষতিপূরণ বাবদ আইসিসির দাবি করা ২ কোটি ৩০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার নিষ্পত্তির ব্যাপারটি তুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরোধ নিস্পত্তি কমিটির হাতে।করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুবাইতে সরাসরি আইসিসির বোর্ড সভা হতে পারেনি। গত শুক্রবার টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বোর্ড সভা।  এটাই  বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর প্রথম আইসিসির বোর্ড সভায় অংশগ্রহণ। তবে আইসিসির সঙ্গে আর্থিক ঝামেলাটা বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে যাওয়াটাকে ইতিবাচকভাবে নিয়েছেন সৌরভ।

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সরকার আইসিসিকে কোনও আয়কর ছাড় দেয়নি। এ নিয়ে নাখোশ আইসিসি তখন ভারতীয় বোর্ডের কাছে ওই পরিমান অর্থ দাবি করে ক্ষতিপুরণ হিসেবে। কিন্তু বিসিসিআই আয়কর মওকুফ করাতে পারেনি। আইসিসি এরপরই বিসিসিআইয়ের প্রাপ্য বার্ষিক রাজস্ব থেকে টাকা কাটার কঠোর সিদ্ধান্ত নেয়। সম্প্রতি সদস্য বোর্ডগুলোকে এমন হুমকিও দেয় যে কর মওকুফ করা না হলে কোনও বোর্ড আইসিসির কোনও ইভেন্ট আয়োজনের সত্ব পাবে না। হুমকিটা আসলে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কারণ ২০২৩ সালে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত।

করোনাভাইরাস যেভাবে বিশ্বজুড়ে তার ভয়াল থাবা বাড়িয়েছে, তাতে আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শঙ্কা জেগেছে। আইসিসির সভায় এটি নিয়েও আলোচনা হয়েছে। তবে আইসিসি আপাতত পরিস্থিতির ওপর নজর রেখে আগামী মে মাসে অনুষ্ঠেয় পরবর্তী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আইসিসির প্রধান নির্বাহী মনু সনি বলেছেন, সব সদস্যই বৈশ্বিক এই মহামারি সংশ্লিষ্ট দৃশ্যপট বিবেচনায় নিয়ে সব বিকল্প ভেবে দেখবেন।

আগামী জুলাই মাসে আইসিসির নির্বাচন হওয়ার কথা। আইসিসির বর্তমান ভারতীয় চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলছেন এই নির্বাচনে তিনি প্রার্থী হবেন না। তবে এটা প্রত্যাশিতই যে তিন ‘মোড়ল’ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বোর্ডের বড় ভূমিকা নির্বাচনে থাকবেই।

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ