X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জুনে শেষ না হলে মৌসুমই বাতিল হোক, বলছেন কেন

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২০, ০৩:৩৭আপডেট : ৩০ মার্চ ২০২০, ০৩:৪২

ইংল্যান্ড ফুটবল অধিনায়ক হ্যারি কেন করোনাভাইরাস মহামারি আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই স্থগিত হয়ে গেছে ইউরোপের সব ফুটবল লিগ, উয়েফার সব প্রতিযোগিতা, বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। ফুটবলই আর মাঠে নেই। কবে করোনা-পরিস্থিতির ‍উন্নতি হয় আর কবে ফের শুরু হবে খেলা, কেউ জানে না, কেউ বলতে পারে না। গত শনিবার তাই ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়শনের (উয়েফা) সভাপতি আলেক্সান্ডার সেফেরিনের কণ্ঠে  সাবধানবাণী উচ্চারিত হলো,  ফুটবল মৌসুম (২০১৯-২০) হয়তো আর শেষই হবে না যদি জুনের মধ্যে ফুটবল মৌসুম আবার শুরু না হয়।

 রবিবার ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক ও টটেনহাম হটস্পার স্ট্রাইকার হ্যারি কেন উয়েফা প্রধানের কথার সূত্র ধরেই বলে দিলেন, জুনের মধ্যে যদি শেষ না হয় তাহলে প্রিমিয়ার লিগ মৌসুমটাই বাতিল করে দেওয়া উচিত। কেনের মতে লিগটাকে আগামী গ্রীষ্মে টেনে নেওয়ার কোনও মানে নেই এবং সেটি হবে বাস্তবতাবর্জিত সিদ্ধান্ত। ‘ আমি জানি মৌসুম শেষ করার জন্য প্রিমিয়ার লিগ সম্ভাব্য সব উপায়ই ভেবে দেখবে। এটা শেষ করার জন্য চেষ্টাটা করে দেখতে হবে ঠিকই কিন্তু একই সময়ে আমাদের একটা জায়গায় এসে থামতেও হবে। জুলাই বা আগস্ট পর্যন্ত খেলা চালিয়ে আগামী মৌসুমকে বাধাগ্রস্ত করার মধ্যে সেরকম কোনও লাভ আছে বলে আমি মনে করি না।’- ইনস্টাগ্রাম লাইভে এসে বলেছেন কেন।

ইংল্যান্ড স্ট্রাইকার নিজে জুনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান, তার বেশি নয়, ‘ আমার জন্য সম্ভবত সময়সীমা জুনের শেষ। তখনও যদি মৌসুম শেষ না হয় আমাদের বিকল্প ভাবতে হবে এবং পরবর্তী মৌসুম শুরুর দিকে যেতে হবে।’

এর আগে শনিবার ইতালিয়ান পত্রিকা লা রিপাবলিকাকে উয়েফা প্রধান সেফেরিন বলেছেন, জুনের মধ্যে আবার শুরু করতে না পারলে মৌসুমটাই হয়তো হারিয়ে যাবে, ‘ কেউ জানে না এই বৈশ্বিক মহামারি কবে থামবে। আমাদের প্ল্যান এ, বি ও সি আছে- প্রথমত মে মাসের মাঝামাঝি, দ্বিতীয়ত জুনে  এবং তৃতীয়ত জুনের শেষে আবার শুরু করা। আবার পরবর্তী মৌসুমের শুরুতেও  এটা ফের আরম্ভ হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী মৌসুম শুরু হবে পরে। তবে লিগ ও ক্লাবগুলোর জন্য আমাদের সম্ভাব্য সেরা সমাধানটাই দেখতে হবে।’

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা