X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

লাউতারোকে বার্সেলোনায় যেতে বারণ করলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২০, ১৩:৫২আপডেট : ২১ মে ২০২০, ১৪:০২

ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ সেই কবে থেকে লাউতারো মার্তিনেজকে দলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। লিওনেল মেসিরও চাওয়া জাতীয় দল সতীর্থের সঙ্গে ক্লাবে জুটি বাঁধার। সেখানে লুইস সুয়ারেজের বারণের খবরে অবাক হওয়ারই কথা। যদিও এখানে আছে নাম বিভ্রাট! লাউতারোর ইন্টার মিলান না ছাড়ার পরামর্শ সুয়ারেজই দিয়েছেন, তবে তিনি বর্তমানে বার্সায় খেলা উরুগুইয়ান স্ট্রাইকার নন, ’৫০-এর দশকে ন্যু ক্যাম্পে খেলা একই নামের সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড।

২২ বছর বয়সী লাউতারোকে মনে ধরেছে বার্সা কর্তৃপক্ষের। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, আর্জেন্টাইন স্ট্রাইকারকে পেতে ইন্টারের কাছে লোভনীয় প্রস্তাব দিয়েছে কাতালানরা। তরুণ তারকাকে পাওয়ার ইচ্ছা থাকাই স্বাভাবিক, করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ হওয়ার আগে তিনি ৩১ ম্যাচে করেছেন ১৬ গোল। লাউতারোর নিজেরও ইচ্ছা ন্যু ক্যাম্পে জাতীয় দল সতীর্থ মেসির সঙ্গে খেলার।

যদিও তাকে বার্সেলোনায় যেতে বারণ করেছেন ১৯৬০ সালের ব্যালন ডি’অর জয়ী সুয়ারেজ। ১৯৫৫ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে খেলেছেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড। এরপর তিনি পাড়ি জমিয়েছিলেন ইন্টারে। দুই ক্লাবে খেলার অভিজ্ঞতা থেকে তিনি লাউতারোকে ইন্টারে থেকে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

১৯৫৫ থেকে ১৯৬১ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন লুইস সুয়ারেজ (জার্সি হাতে) ইতালিয়ান ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে সুয়ারেজ বলেছেন, ‘যদি আমি লাউতারোর জায়গায় থাকতাম, তাহলে আমি দল পরিবর্তন করতাম না। থাকব নাকি থাকব না, বিষয়টির সিদ্ধান্ত নেওয়াটা বেশ জটিল। অবশ্য যদি মেসি তাকে ডেকে থাকে, তাহলে তার কাজটা সহজ হয়ে যাবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা এমন একজন তরুণ খেলোয়াড়ের কথা বলছি, যার ভবিষ্যতে আরও অনেক চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ আছে।’

বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। তাতে কোনও সন্দেহ নেই ৮৫ বছর বয়সী সুয়ারেজের। তবে ইন্টারে থাকার সিদ্ধান্ত নিলে লাউতারো ভবিষ্যতে আরও লাভবান হবেন বলে মনে করেন তিনি। আর সেজন্যই তিনি বলছেন, ‘আমি (লাউতারোকে) কিছু পরামর্শ দিতে চাই- যেখানে আছো, সেখানেই থাকো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন