X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আইসোলেশন ক্যাম্প হতে পারে, ফুটবলারদের উদ্দেশে কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ১৭:৪৫আপডেট : ২১ মে ২০২০, ১৭:৪৫

বাফুফে সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ করোনাভাইরাসে খেলা বন্ধ। ফুটবলারদের ফিটনেস ধরে রাখাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার। এই অবস্থায় জামাল-জীবনদের উজ্জীবিত রাখতে আজ (বৃহস্পতিবার) তাদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

প্রিমিয়ার ফুটবল লিগ পরিত্যক্ত হয়েছে আগেই। আগামী সেপ্টেম্বরের আগে নতুন মৌসুম শুরুর সম্ভাবনা নেই। এই সময়ের মধ্যে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড়দের। করোনা পরিস্থিতির উন্নতি হলে তাদের নিয়ে আলাদা পরিকল্পনা আছে টিমস কমিটির। প্রয়োজনে হতে পারে আইসোলেশন ক্যাম্প।

জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তেমনটাই, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আইসোলেশন ক্যাম্প হতে পারে। অফিস খুলেছে। কাজ শুরু হয়েছে। মানুষকে একসঙ্গে করা যাবে নিরাপদে। এমন নির্দেশনা পেলেই তখন আমরা করব। এটা (আইসোলেশন ক্যাম্প) করার আগে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে জানিয়ে করব। সবকিছু বিবেচনা রেখেই করা হবে।’

আইসোলেশন ক্যাম্প কোথায় হতে পারে, সেই ধারণাও দিয়ে রাখলেন বাফুফে সহ-সভাপতি, ‘সেক্ষেত্রে ক্যাম্প ঢাকার আশেপাশে হতে পারে। যেখানে ক্যাম্প করার মতো ব্যবস্থা আছে। প্র্যাকটিস করার সুবিধা আছে। থাকার সুবিধা আছে। যেখানে টিমসংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ আসতে পারবে না। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করা হবে।’

নতুন মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের চুক্তি কেমন হতে পারে, কবে মৌসুম শুরু হবে- এই বিষয়গুলো নিয়ে অনেকেই সংশয়ে। তবে ফুটবলারদের মনে স্বস্তি ফিরতে পারে কাজী নাবিলের এই কথায়, ‘ফুটবলারদের জীবিকার বিষয় এটা। আমাদের এটা চিন্তার মধ্যে থাকবে কিভাবে ক্লাব ও খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করে করা যায়। ফেডারেশনকে দেখতে হয় ক্লাব, জেলা, খেলোয়াড়, কোচসহ সবাইকে। সবার সব স্বার্থ সংরক্ষণ সম্ভব নয়। সেভাবেই আমাদের কাজ করতে হয়। আমি সভাপতি কাজী সালাউদ্দিন সাহেবকে জানিয়েছি। ক্লাব ও খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করে যতদূর সম্ভব করা যায়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ