X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিশপের দশকসেরা ওয়ানডে দলে একমাত্র অলরাউন্ডার সাকিব

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২০, ০২:৩৭আপডেট : ২৯ মে ২০২০, ০২:৪৪

সাকিব আল হাসান দুর্দান্ত প্রতিশ্রুতি জাগিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ইয়ান বিশপের। ত্রিনিদাদিয়ান এই ফাস্ট বোলার যখন ২১ টেস্টেই ১০০ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিলেন, ওয়েস্ট ইন্ডিজ ভেবেছিল রবার্টস-গার্নার-হোল্ডিং-মার্শালদের যোগ্য উত্তরসূরি এসে গেছে। কিন্তু চোট আর চোটে জর্জরিত বিশপের ক্যারিয়ার ৪৩ টেস্ট ও ৮৪ ওয়ানডের বেশি এগোয়নি। প্রায় সাড়ে ৬ ফুট লম্বা সাবেক  ফাস্ট বোলার অবশ্য ক্রিকেট ধারাভাষ্যে এসে অনেকটাই ঘুচিয়ে দিয়েছেন নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারের অপূর্ণতা। এই সময়ের খুবই ব্যস্ত এবং শ্রদ্ধেয় ক্রিকেট ভাষ্যকার। সুতরাং বিশপ যখন ক্রিকেট নিয়ে কিছু বলেন, সেটি একটু আলাদা গুরুত্ব পায়।

এই যেমন গত এক দশকের সেরা ওয়ানডে একাদশ নির্বাচন করেছেন বিশপ, যে একাদশে একমাত্র অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। আরও উল্লেখযোগ্য যে, ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে সহভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে আলাপচারিতার মাঝে বাছাই করা এই একাদশে গত বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের কোনও ক্রিকেটারকেই তিনি রাখেননি। একাদশে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় ভারতীয়, দুজন অস্ট্রেলীয়, দুজন দক্ষিণ আফ্রিকান, একজন করে বাংলাদেশি, শ্রীলঙ্কান ও আফগান। সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেওয়া হয়েছে এই দলের অধিনায়কত্ব, তার অন্য দুই ভারতীয় সহযাত্রী বিরাট কোহলি ও রোহিত শর্মা।

বিশপের দলের দুই ওপেনার ২০১৯ বিশ্বকাপের শীর্ষ দুই রান সংগ্রাহক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মিডল অর্ডারে পরের জায়গাগুলোর ক্রম এরকম: দক্ষিণ আফ্রিকার ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স যিনি ২০১৮ সালে অবসর নিয়েছেন, নিউজিল্যান্ডের ‘মি. ডিপেন্ডেবল’ রস টেলর, একমাত্র অলরাউন্ডার (স্পিনিং) সাকিব আল হাসান, অপ্রতিদ্বন্দ্বী উইকেটকিপার-ব্যাটসম্যান ও অধিনায়ক এমএস ধোনি।

এই মুহূর্তে সাকিব ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও তার মূল্যটা বিস্মৃত নন বিশপ। তিনি জানেন ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের উত্থানের পেছনে এই বাঁহাতি অলরাউন্ডারের কতটা অবদান। আর গত বিশ্বকাপে সাকিব ব্যাটে-বলে যা করেছেন, এমন অলরাউন্ড পারফরম্যান্স কোন অনাগত কালে কে করে দেখাবে কে বলতে পারে! আট ম্যাচ খেলে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান, স্ট্রাইক রেট ৯৬.০৩। আর বাঁহাতি স্পিন বোলিংয়ে ৩৬.২৭ গড়ে নিয়েছেন ১১ উইকেট, ইকোনমি সাড়ে ৫-এর কম। কোনও ক্রিকেটবোদ্ধাই এমন পারফরম্যান্সকে স্বীকৃতি না দিয়ে পারেন না, বিশপও ব্যতিক্রম নন।

ফাস্ট বোলার বাছতে গিয়ে বিশপের পক্ষপাত অভিজ্ঞতায়- দলে নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন আর শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে। তার একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আফগান লেগ স্পিনার রশিদ খান।

ইয়ান বিশপের দশকসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, সাকিব আল হাসান, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্টার্ক, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা ও রশিদ খান। 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন