X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলে উপেক্ষিত সুমনা দাপিয়ে বেড়াচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট

রবিউল ইসলাম
০৩ জুন ২০২০, ১৯:০৭আপডেট : ০৩ জুন ২০২০, ১৯:২৫

জান্নাতুল ফেরদৌস সুমনা মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার হিসেবে অস্ট্রেলিয়া দিয়ে থাকে ‘বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড’। যার নামে দেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটে মেয়েদের সর্বোচ্চ পুরস্কার, সেই বেলিন্ডা ক্লার্ক খেলেছেন সিডনি ক্রিকেট ক্লাবে। অতীত ছেড়ে বতর্মান দলটির কথাই ধরা যাক। অস্ট্রেলিয়া নারী দলের চেনা মুখ রাচেল হেইনেস ও অ্যালিসা হিলি উজ্জ্বল আলো ছড়াচ্ছেন দলটির জার্সিতে। সিডনির ক্লাবটি নিয়ে এত আলোচনার কারণ হলো এখানে লেগে আছে বাংলাদেশের ছোঁয়াও!

সিডনি ক্রিকেট ক্লাবটি এনএসডব্লিউ উইমেন্স প্রিমিয়ার ক্রিকেট প্রতিযোগিতায় তিনটি দল পরিচালনা করে। যার ফাস্ট গ্রেডের দলটিতে খেলছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস সুমনা।

২০১৬ সালের আগস্টে আয়ারল্যান্ড সফরে প্রথমবার জাতীয় দলে সুযোগ হয় সুমনার। তবে অভিষেকের জন্য অপেক্ষা করতে প্রায় দুই বছর। ২০১৮ সালের মার্চে ২০ বছর বয়সী অলরাউন্ডার আন্তজার্তিক অঙ্গনে পা রাখেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে। ওই সফরে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেই থেমে যায় সুমনার আন্তর্জাতিক ক্যারিয়ার! স্পিনিং অলরাউন্ডার হলেও তিন ম্যাচের কোনোটিতেই বল হাতে দেখা যায়নি তাকে। 

সিডনি ক্রিকেট ক্লাবের গ্রুপ ছবিতে সুমনা (ওপরের সারিতে বাঁ থেকে চতুর্থ) দেশের জার্সি আবার গায়ে জড়িয়ে মাঠ মাতানোর স্বপ্ন বুকে লালন করে সুমনা এখন অস্ট্রেলিয়া প্রবাসী। সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তার ছোঁয়াতেই ক্লাবটি শিরোপা খরা কাটিয়েছে নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার লিগের ওয়ানডে প্রতিযোগিতা জিতে। এই সাফল্যের মাঝেও লক্ষ্য তার একটাই- ফের বাংলাদেশের জার্সিতে ফেরা।

একে জাতীয় দলে জায়গা হারালেন, এর ওপর আবার ঘরোয়া ক্রিকেটও বন্ধ, ঠিক তখনই সিডনি ক্রিকেট ক্লাব থেকে প্রস্তাব আসে সুমনার কাছে। সুবর্ণ সুযোগটা লুফে নিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। মঙ্গলবার রাতে মুঠোফোনে অস্ট্রেলিয়া থেকে সেই গল্প শোনালেন সুমনা নিজেই, ‘আমি তখন জাতীয় দলের বাইরে ছিলাম। ওই সময় সিডনি ক্রিকেট ক্লাব থেকে আমার কাছে অফার আসে, ক্লাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে আগ্রহী কিনা? তখন বাংলাদেশেও ঘরোয়া ক্রিকেটের অফসিজন চলছিল। যেহেতু কোথাও সুযোগ হচ্ছে না, তাই আমি তাদের প্রস্তাবে সাড়া দেই।’

২০১৯ সালের শুরুর দিকে প্রস্তাব এলেও সুমনা অস্ট্রেলিয়া যান অক্টোবরে। যেতে দেরি হলেও মৌসুম ধরতে সমস্যা হয়নি তার, ‘২০১৯ সালের অক্টোবরে আমি খেলতে যাই। ২০১৯ সালের শুরুর দিকেই আমার কাছে অফার আসে। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে কিছুটা দেরি হয়। এছাড়া আমার এইচএসসি পরীক্ষাও চলছিল। সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার ক্রিকেট মৌসুম শুরু হয়, সেটা আমি ধরতে পেরেছি।’

বল হাতে সুমনা সিডনি ক্লাবে তিনি সতীর্থ পেয়েছেন নারী ক্রিকেটের নামি ক্রিকেটারদের। সুমনা বললেন, ‘এটা অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্লাব। জাতীয় দলের চারজন খেলোয়াড় এখানে খেলে। এছাড়া এই ক্লাব থেকেই অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড় উঠে আসে, জাতীয় দলের সাবেক অনেক ক্রিকেটারও খেলেছে এই ক্লাবে। আমাদের দলে অ্যালিসা হিলি, রাচেল হেইনেস, জেনি গন ও আমিসহ বর্তমানে চারজন জাতীয় দলের আছি। এই বছর আমাদের দলটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।’

বাংলাদেশ দলের জার্সিতে ‘আসল’ পরীক্ষা দেওয়া হয়নি সুমনার। তবে সিডনি ক্লাবে ব্যাট-বলে নিজেকে চিনিয়ে যাচ্ছেন তিনি। নিজের পারফরম্যান্স বলতে গিয়ে অতীতে ফিরে গেলেন সুমনা, জানালেন জাতীয় দলের সুযোগ না পাওয়ার হতাশা কথা, ‘আমি মূলত অফস্পিনিং অলরাউন্ডার। জাতীয় দলে খেললেও বোলিং করার সুযোগ হয়নি। দুই ম্যাচে ব্যাটিং করেই জাতীয় দল থেকে বাদ পড়ে যাই। এ নিয়ে কিছুটা আক্ষেপ আছে আমার। আমি আমার আসল কাজটাই করে দেখাতে পারিনি। সিডনি ক্লাবে এই মৌসুমে ১২ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছি। পুরো টুর্নামেন্টে বোলার হিসেবে আমি সেরা দশে ছিলাম। ব্যাটিংয়ে আমাদের দলের মধ্যে আমার রান তৃতীয় সর্বোচ্চ। ১২ ম্যাচে ২০০ প্লাস রান করেছিলাম।’

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সালমা-জাহানারাদের খেলা মাঠে বসে দেখেছেন সুমনা। তবে কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে সুমনা চেয়েছিলেন বাংলাদেশ দলের অংশ হতে। কিন্তু এ ব্যাপারে টিম ম্যানেজমেন্টে থেকে কেউই তার কথা শোনেননি।

‘বিশ্বকাপের আগে আমি আমাদের কোচকে বলেছিলাম, আমি এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে ফেলেছি। আমাকে একটু দেখবেন? উনি বলেছিলেন, এখন আর কোনও সুযোগ নেই। সম্ভবত তখন দল ঘোষণা হয়েছিল। তারপরও বলেছিলাম, কোনোভাবে কি আমি দলের অংশ হতে পারি? যেহেতু অস্ট্রেলিয়াতে ক্যাম্পও করেছিল বাংলাদেশ দল। ৬-৭ মাস ধরে এখানে খেলার কারণে কন্ডিশন সম্পর্কে আমার ধারণা পরিষ্কার ছিল। আমি হয়তো কোনও না কোনও ব্যাপারে সাহায্য করতে পারতাম। কিন্তু টিম থেকে কোনও রেসপন্স পাইনি।  এমনকি ব্যক্তিগতভাবেও কেউ কোনও পরামর্শ নেয়নি।’- আক্ষেপ ভরা কণ্ঠে জানালেন সুমনা।

সিডনি ক্রিকেট ক্লাবের মাঠের সামনে সুমনা তাই বলে দেশের হয়ে খেলার আশা ছেড়ে দেননি সুমনা। লক্ষ্য তার একাটাই, ‘আমি সবসময় প্রস্তুত আছি। বাংলাদেশ থেকে ডাক এলেই আমি ছুটে যাব। লাল-সবুজ জার্সিতে খেলার মতো গর্বের তো আর কিছুতে হতে পারে না। যদিও আমার খোঁজ-খবর তেমন কেউ নেন না। বিশ্বকাপ চলাকালীন উইমেন্স উইংয়ের চেয়ারম্যান (শফিউল আলম চৌধুরী) এসেছিলেন। উনি অনেক প্রশংসা করলেন। ভালো খেলতে অনুপ্রাণিত করেছেন।’

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি ক্রিকেট ক্লাব। তাদের ওয়েবসাইটে দলটির গ্রুপ ছবিতে আছেন সুমনাও। ক্লাবের অন্য বিদেশিদের মতো তিনিও বেশ সম্মান পান, ‘এখানে আমি বেশ আনন্দেই আছি। বিদেশি ক্রিকেটার হিসেবে অন্যদের মতো আমাকেও বেশ মর্যাদা দেওয়া হয়। আমাদের কোচ ও ম্যানেজার সবসময় খোঁজ-খবর নেন। সব মিলিয়ে সিডনি ক্রিকেট ক্লাব আমার নতুন পরিবার। এই পরিবারে ভালোই আছি। তবুও মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। দেশের জার্সিতে মাঠে খেলাটা সত্যিই আমি খুব মিস করি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না