X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

জোন্স বলছেন, টি-২০ বিশ্বকাপ হতে পারে কিউইদের দেশে

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২০, ২১:০০আপডেট : ০৩ জুন ২০২০, ২১:০৬

ডিন জোন্স ঘোর অনিশ্চয়তার মধ্যে আইসিসি এখনও বলে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়ে অস্ট্রেলিয়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। চূড়ান্ত সিদ্ধান্ত যদিও আসতে পারে ১০ জুন এবং আয়োজক অস্ট্রেলিয়ার অনেক সাবেক-বর্তমান ক্রিকেটারই ধরে নিয়েছেন সিদ্ধান্তটি নেতিবাচকই হবে। এদের একজন ডিন জোন্স। সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন আগেই। এবার বললেন,  চাইলে নিউ জিল্যান্ডে হতে পারে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তাসমান সাগরের ওপারের প্রতিবেশী দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ কেন হতে পারে, সেটির সপক্ষে জোন্সের সরল যুক্তি, নিউ জিল্যান্ড কোভিড-১৯ মহামারিকে প্রায় বাগে এনে ফেলেছে এবং আস্তে-ধীরে দেশটি স্বাভাবিক পরিস্থিতির দিকে এগোচ্ছে। গত ১২ দিনে দেশটিতে নতুন করে কারও করোনা আক্রান্ত হওয়ার রেকর্ড নেই, আর পুরোনো কেসও মাত্র একটি।

দেশের সতর্কসংকেত ১ নম্বরে নামিয়ে আনা হবে কি না সে ব্যাপারে  নিউ জিল্যান্ডের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেবে আগামী সোমবার। তাতে গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হতে পারে। যা আরোপিত হয়েছিল করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর, যাতে বিশ্বজুড়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে পৌনে চার লাখেরও বেশি মানুষের।

কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা খুব কম থাকলেই সতর্কসংকেত ১-এ নামিয়ে আনা হতে পারে বলে নিউজিল্যান্ড স্টাফ ডট কো ডট এনজেডকে ইঙ্গিত দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ‘যদি, এবং যদি আর কোনও অপ্রত্যাশিত সংক্রমণ কেস না পাওয়া যায়…।’

এটি জেনেই জোন্স টুইট করেছেন, ‘জেসিন্ডা আরডার্ন বলেছেন সতর্কসংকেত পরবর্তী সপ্তাহে ১-এ নামিয়ে আনা হতে পারে। যার অর্থ সেখানে সবরকম সামাজিক দূরত্ব ও জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হতে পারে। টি-২০ বিশ্বকাপ কি সেখানেই হতে পারে তাহলে?’

এর আগেই বর্তমানে বেশ জনপ্রিয় এই ক্রিকেট ধারাভাষ্যকার  স্পোর্টসস্ক্রিন ইউটিউব পেজে বলেন, ‘অনেক কারণেই অস্ট্রেলিয়ায় এবারের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হবে না।’

সূচিমতো নিউজিল্যান্ডে যদি হয়, সেটি আলাদা কথা। তবে টি-২০ বিশ্বকাপ না হলে এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) তার ১৩তম আইপিএল আয়োজনের জানালা খুলে দেবে। সারা বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের রোজগারের বড় উৎস এই আইপিএলের পথনির্দেশিকা বিসিসিআই নাকি সাজিয়েও রেখেছে।

 

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫