X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জেমি ডের নতুন চুক্তি: কী বলছেন ফুটবলাররা

তানজীম আহমেদ
১৬ জুন ২০২০, ২৩:৪২আপডেট : ১৬ জুন ২০২০, ২৩:৪২

জেমি ডের নতুন চুক্তি: কী বলছেন ফুটবলাররা প্রধান কোচ জেমি ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে বাফুফে, বিষয়টি অনুমিতই ছিল। জাতীয় দলের কোচও আগে থেকেই শিষ্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। যখন যাকে প্রয়োজন, সেই অনুযায়ী ফিটনেস রক্ষায় জোর দিয়ে যাচ্ছিলেন। এমনিতে ডের সঙ্গে তপু-সোহেলদের সমন্বয় ভালো, আরও দুই বছর ইংলিশ কোচকে পাওয়ায় স্বভাবতই খুশি তারা।

ডে আসার পর জাতীয় দল উন্নতির রেখা দেখতে পেয়েছে। মাঠে অন্তত ৯০ মিনিট লড়াই করতে পারে এখন দল। খেলোয়াড়দের ফিটনেসেও এসেছে পরিবর্তন। তার অধীনে বাংলাদেশ ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যেখানে ৮ জয় ও ২ ড্রয়ের বিপরীতে হার ৯টিতে।

এমন কোচকে আগামী দুই বছরের জন্য পেয়ে উচ্ছ্বসিত ডিফেন্ডার তপু বর্মণ, ‘আমাদের সবার জন্য ভালো হয়েছে। তার অধীনে খেলতে আমরা অভ্যস্ত, সবকিছু মুখস্ত আমাদের। দীর্ঘমেয়াদে কোচ থাকাতে ইতিবাচক দিকই বেশি বলব আমি।’

নিজের অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞ ডিফেন্ডার বলেছেন, ‘আমি অনেক কোচের অধীনে খেলেছি। ডে আসলে খেলোয়াড়দের সঙ্গে বেশ ফ্রেন্ডলি। মিশে যান সহজেই। যে কোনও সমস্যা হলে তার কাছে বলা যায়। উনি নিজেই জানতে চান অনেক সময়। তবে ফ্রেন্ডলি হলেও ডিসিপ্লিন নিয়ে কোনও ছাড় নেই। এছাড়া ফিটনেস নিয়েও সবসময় সতর্ক থাকেন তিনি।’

মিডফিল্ডার সোহেল রানাও দীর্ঘমেয়াদে কোচকে পেয়ে খুশি, ‘নিঃসন্দেহে ডে ভালো কোচ। আমাদের মধ্যে সমন্বয়টা দারুণ। দীর্ঘমেয়াদে কোচ থাকলে আমাদের জন্য সুবিধা বেশি। আসলে শর্ট-কাট কোনও রাস্তাই সফলতা বয়ে আনে না। আশা করছি আগামী দুই বছরে তার অধীনে আমরা আরও ভালো করতে পারব।’

ডে প্রতিপক্ষ ‍বুঝে নিজের খেলার কৌশল সাজিয়ে থাকেন। সাধারণত প্রতি-আক্রমণ নির্ভর ফুটবলই তার বেশি পছন্দ। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় অনেক সময় আক্রমণাত্মক কৌশলেও খেলিয়ে থাকেন সাদ-জীবনদের।

সোহেল রানা তাই বলেছেন, ‘ডের মধ্যে অনেক ভালো দিক রয়েছে। প্রতিপক্ষকে আগে থেকে কিছুটা বুঝতে পারেন তিনি। সেই অনুযায়ী আমরা খেলে থাকি। প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে তার সেরাটা বের করে আনার সামর্থ্য আছে ডের।’

অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম রানার অভিমত, ‘দুই বছর থাকছেন তিনি। এটা আমাদের জন্য ভালো খবর। দীর্ঘমেয়াদে থাকলে সবার জন্য ভালো। তার অনেক গুণ। তিনি আমাদের সব দিক খেয়াল করেন। কারও কোনও সমস্যা হলে সেটা সমাধানের চেষ্টা থাকে। এই যেমন হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রাখেন। ফিটনেস নিয়ে কী করছি, তা জানতে চান। নিজেই আবার নির্দেশনা দিয়ে দেখতেও চান। তার অধীনে আমরা ভালো করছি, আশা করছি সামনের দিকেও ভালো করতে পারব।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ