X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নাসুম-মেহেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৬:৫৯আপডেট : ২৩ জুন ২০২০, ১৬:৫৯

বামে নাসুম আহমেদ, ডানে মেহেদী হাসান। ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগ সিপিএলে নিয়মিতই অংশ নিয়ে থাকেন বাংলাদেশি ক্রিকেটাররা। এবার অবশ্য নতুন দুইজন ক্রিকেটারের সিপিএলে খেলার সুযোগ তৈরি হয়েছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁহাতি পেসার মেহেদী হাসান রানার নাম প্লেয়ার্স ড্রাফটে স্থান পেয়েছে।

চলতি আসরে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়াও আরও অনেকেই সিপিএলে খেলার জন্য নাম লিখিয়েছেন। তবে সবচেয়ে বড় দুই চমক নাসুম আহমেদ ও মেহেদী হাসান রানা। দু’জনই এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন। ড্রাফটে তাদের দুজনের নাম উঠার বিষয়টি দেখভাল করেছেন ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট।

নিলামে এই দুই ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ হাজার ডলার। নিলামের দশম রাউন্ডে তাদের ডাক উঠবে। নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের নিয়ে আগ্রহ দেখালে প্রতি ডাকে পাঁচ হাজার ডলার করে বাড়বে। আগামী ২৪ জুন নিলাম অনুষ্ঠিত হবে।

গত বিপিএলে চট্টগ্রামের হয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন নাসুম। ১৩ ম্যাচে ৭.২৬ ইকোনোমিতে নাসুমের শিকার ছিল ৬ উইকেট। এমন বোলিংয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ডাক আসে তার।

এছাড়া মেহেদী গত বিপিএলে ১০ ম্যাচে ৭.৫০ ইকোনোমিতে নিয়েছেন ১৮ উইকেট। স্লগ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে এই পেসারের। মেহেদী হাসান তাই অপেক্ষায় আছেন এই সুযোগটা কাজে লাগানোর, ‘মাত্রই তো ড্রাফটে নাম উঠলো। যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই চেষ্টা করবো দলের জয়ে অবদান রাখতে। কন্ডিশনের কারণে ওখানে বোলিং করা সহজ হবে। নিজের ওপর বিশ্বাস রেখে বোলিং করতে পারলে ভালো করা সম্ভব।’

করোনায় ক্রিকেটাঙ্গন স্থবির হয়ে থাকলেও সিপিএল আয়োজন নিয়ে প্রস্তুতি ভালোভাবেই নিচ্ছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী ১৮ আগস্ট থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট। তবে করোনার প্রকোপ থাকায় বিভিন্ন প্রদেশে না হয়ে কেবল ত্রিনিদাদেই সেটি আয়োজনের পরিকল্পনা কর্তৃপক্ষের।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সিপিএলে নিয়মিত খেলে আসছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা