X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সাইফউদ্দিনের চ্যালেঞ্জে সাড়া দিলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ২৩:২৪আপডেট : ০৩ জুলাই ২০২০, ২৩:৩২

সাইফউদ্দিন ও সাকিব আল হাসান- বিশ্বকাপ ফাইল ছবি করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস থমকে আছে ক্রিকেটাঙ্গন। ক্রিকেট বন্ধ থাকায় ঘরে বসেই নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন ক্রিকেটাররা। কবে মাঠে ফেরা যাবে কারো জানা নেই। এ অবস্থায় সাকিব আল হাসানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তরুন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। তার চ্যালেঞ্জ গ্রহণও করেছেন সাকিব।

সাইফউদ্দিনের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জটি হচ্ছে, সাকিবের বিপক্ষে ২ ওভার বল করবেন সাইফউদ্দিন। এই দুই ওভারে সাকিবকে করতে হবে ২২ রান। বিষয়টি নিজের ফেসবুকে জানিয়েছেন সাইফ। নিষেধাজ্ঞা ও করোনাকাল শেষে সাকিব মাঠে ফিরলে এ চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি হবেন দুই ক্রিকেটার। ফেসুবকে নিজের ভেরিফায়েড পেজে মোহাম্মদ সাইফউদ্দিন জানান, ‘আজকে (শুক্রবার) সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবো এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। যদিও সাকিব ভাইয়ের সমর্থক অনেক বেশি, তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি। করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাআল্লাহ।’ এই পোষ্টের সঙ্গে সাইফ তাদের কথোপোকথনের একটি স্ক্রিন শটও জুড়ে দেন।

হোয়াটসঅ্যাপে সাকিবকে উদ্দেশ্য করে সাইফ বলেন, ‘ভাই আগেই বলে রাখলাম, ইনশাআল্লাহ সব কিছু যদি ঠিক হয়ে যায় আপনার সাথে চ্যালেঞ্জ খেলবো, নেটে ২ ওভার ২২ রান। বুকিং দিয়ে রাখলাম।' উত্তরে সাকিব বলেন, ‘আচ্ছা ইনশাআল্লাহ। আমি ব্যাটিং করবো নাকি বোলিং?' প্রতিউত্তরে সাইফ বলেন, ‘ব্যাটিং করবেন আপনি। তাহলে ভাই ওই কথাই রইলো। তৈরি থাকলাম আমি।' সাকিবের জবাব, ' ইনশাআল্লাহ। তাহলে তো আমার প্রস্তুতি নিতে হবে এখন।'

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া