X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যেও আস্থা জেমি ডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ১৭:২৩আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৭:২৬

জেমি ডে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের বাকি ম্যাচ খেলতে রবিবারই ৩৬ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। যদিও এই দল নির্বাচনের কাজটা কোচ জেমি ডের কাছে সহজ ছিল না। কারণ করোনাভাইরাসে খেলা বন্ধ ছিল চার মাস। জেমি ডে কে তাই ঘরোয়া ফুটবলের আগের পারফরম্যান্সকেই মাপকাঠি হিসেবে বেছে নিতে হয়েছে। এছাড়া অভিজ্ঞতার সঙ্গে আস্থা রাখতে হয়েছে তারুণ্যেও।

তার পরেও এই দল নিয়ে জেমি ডে খুব আশাবাদী, ‘স্কোয়াডে পুরনোদের সঙ্গে নতুনরাও রয়েছে। তাই দলটিতে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ আছে। আশা করছি, অক্টোবর-নভেম্বরের ম্যাচগুলোর জন্য প্রস্তুতিটা ভালোই হবে।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাকী আছে আরও চারটি ম্যাচ। করোনার পর বাংলাদেশের প্রথম ম্যাচ খেলতে হবে আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। ১৩ অক্টোবর কাতার, ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে বাকি তিনটি ম্যাচ হবে।

দল ঘোষণার পর জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে ৫ আগস্ট থেকে। তবে শুরুতেই পাওয়া যাবে না ডে ও বাকি কোচিং স্টাফদের। তারা আসবেন কয়েকদিন পর। কিন্তু তার নির্দেশনায় চলবে গাজীপুরে ফুটবলারদের ফিটনেস ক্যাম্প।

কবে ফিরবেন এমন প্রশ্নের উত্তরে ডে জানিয়েছেন, ‘বিমানের টিকিট নিশ্চিত হলে আগস্টের মাঝামাঝি সময়ে চলে আসবো। এর আগে খেলোয়াড়দের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি চলবে। তবে যারা দলে ডাক পেয়েছে তাদের সঙ্গে আবার দেখা করতে মুখিয়ে আছি।’

প্রাথমিক দলে ডাক পেয়েছেন নতুন ৪ জন। এরা হলেন- ফিনল্যান্ড প্রবাসী বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলা ডিফেন্ডার কাজী তারিক রায়হান,পুলিশ এফসির মিডফিল্ডার নাজমুল ইসলাম ও ফরোয়ার্ড এম এস বাবলু ও উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা। তাদের ওপর আস্থা আছে এই ইংলিশ কোচের। এখন তাদের নিজেদের প্রমাণ করার পালা। জেমি ডে বলেছেন, ‘তারিকের মধ্যে সম্ভাবনা আছে। এখন তাকে মূল দলের জন্য নিজেকে প্রমাণ করতে হবে। এছাড়া অন্যদেরও পারফরম্যান্স দেখাতে হবে। আমি মনে করি দলে তারুণ্যের সঙ্গে প্রতিযোগিতাও বাড়লো।’

এছাড়া ৩ জন ফুটবলার ইনজুরি কাটিয়ে প্রাথমিক দলে ডাক পেয়েছেন। তারা দলে ফিরলেও ডে তাদের পরখ করে নিতে চাইছেন, ‘ইনজুরির আগে তারা ভালো খেলছিল। এই চার মাসে তারা বিশ্রাম পেয়েছে। এখন তাদের ক্যাম্পে দেখতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যাকাণ্ড: দুই জনের ডিএনএ অস্পষ্টতাসহ টাস্কফোর্সের প্রতিবেদনে নতুন তথ্য
সাগর-রুনি হত্যাকাণ্ড: দুই জনের ডিএনএ অস্পষ্টতাসহ টাস্কফোর্সের প্রতিবেদনে নতুন তথ্য
পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’ বেড়েছে, জনস্বাস্থ্য ঝুঁকিতে
পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’ বেড়েছে, জনস্বাস্থ্য ঝুঁকিতে
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন