X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফিরছে চ্যাম্পিয়নস লিগ, রিয়ালের টিকে থাকার লড়াই

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২০, ১৮:৪৩আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৮:৪৩

রিয়াল মাদ্রিদের অনুশীলন করোনাভাইরাসে বন্ধ ছিল চ্যাম্পিয়নস লিগ। মার্চে স্থগিত হওয়া ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতাটি আজ রাতে (শুক্রবার দিবাগত রাত) ফিরছে। বাকি থাকা শেষ ষোলোর দ্বিতীয় লেগ দিয়ে আবার পর্দা উঠছে চ্যাম্পিয়নস লিগের। ফেরার দিনেই হাইভোল্টেজ ম্যাচ। বাঁচা-মরার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মুখোমুখি রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন ওয়ান চ্যানেলে।

গত মাসে বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করেছে রিয়াল। করোনাভাইরাস বিরতির পর লিগে কোনও ম্যাচ না হেরে শিরোপা উদযাপন করলেও চ্যাম্পিয়নস লিগে তাদের সামনে কঠিন পরীক্ষা। ম্যান সিটির বিপক্ষে ঘরের মাঠের প্রথম লেগ ২-১ গোলে হেরে বসে আছে। এখন দ্বিতীয় লেগ খেলতে হবে সিটির মাঠে। ফর্মের তুঙ্গে থাকা ইংলিশ ক্লাবটির বিপক্ষে সমীকরণ মেলানো মোটেও সহজ হবে না।

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিনটি শিরোপা জেতা মাদ্রিদের ক্লাবটির টিকে থাকা হুমকির মুখে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ইতিহাদ স্টেডিয়ামে জিনেদিন জিদানের দলকে দিতে হবে অন্তত ২ গোল। সিটি এক গোল দিলে তখন রিয়ালকে করতে হবে ৩ গোল। অর্থাৎ, নিজেদের রক্ষণ ঠিক রেখে গোল করতে হবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

ইতিহাদ স্টেডিয়ামে যেটি যেকোনও দলের পক্ষে কঠিন। প্রিমিয়ার লিগের শিরোপা হারালেও শেষ কয়েক ম্যাচে রীতিমতো গোল উৎসব করেছে ম্যান সিটি। সেটির কিছুটাও যদি বজায় থাকে, তাহলে রিয়ালের জন্য হবে বিপদ সংকেত।

এর ওপর মাদ্রিদের ক্লাবটির জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে সের্হিয়ো রামোসের নিধেষাজ্ঞা। কার্ডসংক্রান্ত ঝামেলায় দ্বিতীয় লেগে খেলতে পারবেন না রিয়াল অধিনায়ক। রিয়ালের লা লিগা শিরোপা পুনরুদ্ধারে এই ডিফেন্ডারের অবদান অনেক। তাই তার খেলতে না পারাটা মানসিকভাবে পিছিয়ে রাখছে সফরকারীদের। যদিও দলকে উজ্জীবিত করতে জিদানের ২৪ সদস্যের দলের সঙ্গে ইতিহাদে গেছেন রামোস।

প্রতিপক্ষের মাঠে ২ গোল দিয়ে এসে ঘরের মাঠে খেলতে নামার আগে সুবিধাজনক জায়গায় ম্যান সিটি। এরপরও সতর্ক কোচ পেপ গার্দিওলা। লিগের পর এফএ কাপের শিরোপা হাতছাড়া হওয়ায় চ্যাম্পিয়নস লিগ নিয়ে স্বপ্ন দেখছে তারা। তাছাড়া ইউরোপসেরা লড়াইয়ে বারবার ব্যর্থ হওয়ায় চ্যাম্পিয়নস লিগ ‘স্পেশালিস্ট’ রিয়ালকে ভয় করার কারণও আছে স্বাগতিকদের।

ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাসের পথটাও সহজ নয়। অলিম্পিক লিওঁর বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগ ১-০ গোলে হেরেছে তারা। তবে আশার কথা হলো, ফিরতি লেগ ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে। এই ম্যাচটিও শুরু বাংলাদেশ সময় রাত ১টায়, সরাসরি দেখা যাবে সনি টেন টু চ্যানেলে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা