X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ক্যাম্পে ‍চলে এসেছেন রোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২০, ১৭:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৭:৪৫

আর্চার রোমান সানা করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে একটু একটু করে ফেডারেশনগুলো তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এরমধ্যে আর্চারি ফেডারেশন অন্যতম। টোকিও অলিম্পিক ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতা সামনে রেখে  রবিবার থেকে তিন ধাপে আবাসিক ক্যাম্প শুরু করতে যাচ্ছে তারা। অনেকদিন পর ক্যাম্পে ফিরতে যেন তর সইছিল না রোমান সানার। আগেভাগেই ক্যাম্পে যোগ দিয়েছেন দেশের আর্চারির ‘পোস্টার বয়’।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে হবে অনুশীলন ক্যাম্প। রোমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি আগেই টঙ্গী চলে এসেছি। নতুন করে ক্যাম্প শুরুর খবর শুনে অনেক ভালো লাগছে। আসলে কবে থেকে আবারও তীর-ধনুক নিয়ে মাঠে নামতে পারবো- এই অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হতে চলেছে।’

করোনার সময়ে রোমান খুলনার বাড়িতে ছিলেন। সেখানে ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছেন। এছাড়া শেষের দিকে ফেডারশন ধনুক পাঠালে তা দিয়ে করেছেন অনুশীলন। এখন পুরোদমে অনুশীলন করে আগের ফর্মে ফিরতে চান তিনি, ‘এতদিন নিজের মতো করে অনুশীলন করে যাচ্ছিলাম। আসলে ব্যক্তিগতভাবে অনুশীলন করে তো আর আগের ফর্ম ধরে রাখা যায় না। টঙ্গী স্টেডিয়ামে এখন তীর-ধনুক নিয়ে নেমে পড়বো। আশা করছি আগামী দুই মাসের মধ্যে পুরোনো ফর্মে দেখা যাবে।’

আগামী বছর টোকিও অলিম্পিক গেমস ছাড়াও আছে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। যদিও করোনার কারণে টোকিও অলিম্পিক ছাড়া অন্য প্রতিযোগিতাগুলো এখনও নিশ্চিত নয়। সামনের প্রতিযোগিতা নিয়ে রোমানের পরিকল্পনা, ‘অনুশীলন শুরু করতে পারছি এটাই আমার কাছে বড় বিষয়। আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে হয়তো অন্য প্রতিযোগিতাগুলোর সূচি পাওয়া যাবে। এছাড়া আমরা কোন কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারবো, সেটাও হয়তো জানা যাবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি