X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘লেভানদোভস্কি অসাধারণ, তবে মেসির পর্যায়ের নয়’

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ২১:৫৪আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৫৯

‘লেভানদোভস্কি অসাধারণ, তবে মেসির পর্যায়ের নয়’ বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ ম্যাচ ঘিরে আলোচনায় আরেকটি দ্বৈরথ। সেটি লিওনেল মেসি ও রবার্ত লেভানদোভস্কির ব্যক্তিগত লড়াই। দুই দলের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন জানিয়েছেন, জার্মান ক্লাবটির স্ট্রাইকার দুর্দান্ত হলেও মেসি অন্য পর্যায়ের।

ঘরোয়া ডাবল জিতেছে বায়ার্ন মিউনিখ। তাদের সাফল্যের নেপথ্যে লেভানদোভস্কি। গোল উৎসব করে পোলিশ স্ট্রাইকার অসাধারণ সব জয় উপহার দিয়েছেন তাদের। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ (শুক্রবার দিবাগত) বায়ার্নের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচের আগে ফর্মে থাকা লেভানদোভস্কির দিকে আলাদা নজর রাখতেই হচ্ছে বার্সেলোনাকে।

এবারের মৌসুমটা মোটেও ভালো যায়নি কাতালানদের। কোপা দেল রে ও লা লিগা শিরোপা হারানোর পর সবেধন নীলমণি হয়ে ‍আছে চ্যাম্পিয়নস লিগ। সেখানেও তারা বায়ার্নের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে। লিসবনের কোয়ার্টার ফাইনালে তাদের সবচেয়ে বেশি ভাবনা দুর্দান্ত ফর্মে থাকা লেভানদোভস্কিকে ঘিরে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে যিনি করেছেন ‍জোড়া গোল।

পোলিশ স্ট্রাইকারের সামর্থ্য সম্পর্কে জানা আছে বার্সা কোচ সেতিয়েনের। তাকে প্রশংসাও ভাসিয়েছেন তিনি। তবে তার দলের সেরা খেলোয়াড় মেসি যে অন্য পর্যায়ের, সেটিও বুঝিয়ে দিয়েছেন পোলিশ তারকার ‍প্রশংসা করার সময়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মেসি-‍লেভানদোভস্কির দ্বৈরথ প্রসঙ্গে ‍সেতিয়েন বলেছেন, ‘লেভানদোভস্কি চমৎকার খেলোয়াড়, তবে ‍মেসির পর্যায়ের নয়।’

সঙ্গে যোগ করেছেন, ‘এটা সত্যি লেভানদোভস্কি দারুণ ফর্মে আছে ‍এবং বায়ার্নের সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। অসাধারণ পারফরম্যান্স তার। তবে মেসিও দারুণ ‍ছন্দে, যেটা নাপোলি ম্যাচে আমরা ইতিমধ্যে দেখেছি। ভালো খবর হলো, দুজনই মাঠে থাকছে এবং আমরা উপভোগ্য লড়াই দেখতে যাচ্ছি।’

নাপোলির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পায়ে আঘাত পেয়েছিলেন মেসি। কোয়ার্টার ফাইনালে তার খেলা নিয়েও জন্মেছিল সংশয়। তবে সব শঙ্কা উড়িয়ে শতভাগ ফিট হয়েই নামতে যাচ্ছেন তিনি বায়ার্ন ম্যাচে। অন্য সব সময়ের মতো তার দিকে আজও তাকিয়ে থাকবেন কাতালান সমর্থকরা।

তবে মেসির একার কাঁধে সব দায়িত্ব দিতে নারাজ সেতিয়েন, ‘সে আমাদের সাহায্য করবে, তবে আমার দলীয় শক্তিতেই আস্থা। লিও অবশ্যই অবদান রাখবে। তবে অন্য সব খেলোয়াড়ের মতো দলীয় শক্তি ছাড়া মেসির কার্যকারিতাও কম হবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি