X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘প্রথম’ ফাইনালের অপেক্ষায় পিএসজি-লিপজিগ

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ১৩:০৯আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৩:২৮

চ্যাম্পিয়নস লিগে প্রথমবার ফাইনাল নিশ্চিত করতে রাতে নামছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালে আজ একে অপরের মুখোমুখি প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ও আরবি লিপজিগ। দল দুটি আজ প্রতিপক্ষ হলেও তাদের মিল আছে একটি জায়গায়। কীভাবে? দুটি দলই যে ফাইনালে ওঠার কৃতিত্ব দেখাতে পারেনি কখনো। তাই যেই জিতুক, ইতিহাসের পাতাটা নতুন করে লিখতে যাচ্ছে একটি দল। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ১টায়। সরাসরি দেখাবে সনি টেন-২।

তবে দুটি দলেরই উত্থান ভিন্নভাবে।২০১০ সালের পর কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের পর থেকে ফ্রেঞ্চ লিগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে পিএসজি। অপর দিকে লিপজিগ জার্মান শীর্ষ লিগে নাম লিখিয়েছে ২০১৬ সালে। যাদের মালিক এনার্জি ড্রিংক প্রস্তুতকারী রেড বুলকে কে না চেনে। সেই দলটিই কিন্তু চ্যাম্পিয়নস লিগে দেখালো নিজেদের সেরাটাই। পিএসজি ২৫ বছর পর সেমিফাইনালে উঠলেও, ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে লিপজিগ।

স্বস্তির খবর যে এই ম্যাচের শুরুতে পুরোপুরি ফিট এমবাপ্পেকেই পাচ্ছে পিএসজি। গোড়ালির চোটের কারণে ভুগেছেন সপ্তাহের পুরোটা সময়। আতালান্তার বিপক্ষে অবিশ্বাস্য জয়ের দিনেও খেলেছেন বদলি হয়ে। তবে সেমিফাইনালে তাকে ৯০ মিনিট খেলানো হবে কিনা, এ নিয়ে সংশয় রেখে দিয়েছেন কোচ টুখেল, ‘অনুশীলনের পরই সিদ্ধান্ত নেবো তাকে পুরো ৯০ মিনিট খেলাবো কিনা।’ আরও সুখবর নিষেধাজ্ঞার খড়গ শেষে ফিরছেন দি মারিয়াও। তবে চোটের কারণে ছিটকে গেছেন পিএসজির অভিজ্ঞ গোলকিপার কেইলর নাভাস। তার বদলে খেলার কথা সার্জিও রিকোর।  

লিপজিগের কোচ জুলিয়ান নাগেলসমান এক সময় টুখেলের অধীনেই কাজ করেছেন। তবে তার শিষ্য হয়েও এই ম্যাচে কোন ছাড় দিতে চান না নাগেলসমান, ‘এমবাপ্পে, নেইমার কী করতে পারে, সেটা কেউ অনুমান করতে পারে না। তারা অসাধারণ খেলোয়াড়। তাদের রুখতে হলে আমাদের দল হিসেবেই খেলতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ