X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অনেকদিন পর একসঙ্গে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:১১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:২৩

প্রধান কোচ ডমিঙ্গোর সঙ্গে টেস্ট অধিনায়ক মুমিনুল গত সপ্তাহে ঢাকায় ফেরা বাংলাদেশ দলের কোচিং স্টাফরা ৮ দিন পরই ফিরেছেন মাঠে। স্বাস্থ্য অধিদফতরের অনুমতি সাপেক্ষে সরকারি নিয়মের ১৪ দিনের কোয়ারেন্টাইন না মেনেই মাঠে ফেরার সুযোগ হয়েছে তাদের। তাতে ছয় মাস পর কোচিং স্টাফের তত্ত্বাবধানে অনুশীলন করার সুযোগ পেলেন তামিম-মুশফিকরা।

আজ (সোমবার) সকাল ১১টায় মাঠে পৌঁছে প্রধান কোচ রাসের ডমিঙ্গোসহ পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিটনেস ও কন্ডিশনিং কোচ জুলিয়ান কেলাফতে এবং ট্রেনার নিক লি নেমে পড়েন কাজে।

সবার মধ্যমণি হয়ে হেড কোচ ডমিঙ্গো নিবিষ্ট-চিত্তে শিষ্যদের ব্যাটিং, বোলিং ও কিপিং অনুশীলন পর্যবেক্ষণ করেন। পেস বোলিং কোচ গিবসনের পরামর্শ মেনে বোলিং অনুশীলনে ঘাম ঝরিয়েছেন পেসাররা। ফিল্ডিং কোচ রায়ান কুক ছিলেন থ্রোয়িং ও কিপিং প্রশিক্ষণে ব্যস্ত। ট্রেনার নিক লি তদারকি করেছেন ক্রিকেটারদের ফিটনেস। স্থানীয় ট্রেনার ইফতির সঙ্গে কথা বলতে দেখা গেছে লিকে। আর ফিজিও জুলিয়ান ক্যালোফাতো মাঠে ঘুরে ঘুরে ক্রিকেটারদের মনিটর করেছেন।

অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও সাদমান ইসলাম। বৃষ্টির কারণে বেশ কয়েকজন ক্রিকেটার এদিন ব্যাটিং-বোলিংয়ের সুযোগ পাননি।

মাঠে এসেই মুশফিকের ব্যাটিংয়ে মনোযোগ ডমিঙ্গোর। দীর্ঘ ৬ মাস পর শিষ্যের ব্যাটিং দেখলেন খুব কাছ থেকে। মোস্তাফিজ-তাইজুলের বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং কোচ কুকের থ্রো ডাউন সাবলীলভাবেই খেলেছেন মুশফিক। ডমিঙ্গোকে ব্যাটসম্যানদের বিশেষ কোনও পরমার্শ দিতে দেখা না গেলেও পেস বোলিং কোচ গিবসনের পরামর্শ পেয়েছেন বোলাররা। তবে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন প্রধান কোচ।

মুমিনুলের ব্যাটিংয়ের সময় মাঠে আসেন তামিম। শুরুতে হালকা রানিং করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন দেশসেরা ওপেনার। টানা অনুশীলনের পরও তামিমকে ঠিক পুরো ফিট মনে হয়নি। ২০০ মিটার দৌড়াতেই হাঁফিয়ে উঠলেন তিনি। রানিংয়ের আগে অবশ্য কোচদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ানডে অধিনায়ক। তামিমকে ঘিরে কোচদের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপও চললো হোম ড্রেসিং রুমের সামনে।

এদিকে তামিম যখন ব্যাটিং করছিলেন মুশফিক কিছুক্ষণ লং ক্যাচ অনুশীলন করেছেন গ্লাভস হাতে। প্রায় আধ ঘণ্টার অনুশীলনে মুশফিককে খুব বেশি ক্যাচ ফেলতে দেখা যায়নি।

টানা চার মাস গৃহবন্দি থাকার পর ক্রিকেটাররা নিজেদের ফিরে পেতে কঠোর অনুশীলন করছেন। শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে নিজেদের ফিরে পাওয়ার মিশন তাদের সামনে। কিন্তু শ্রীলঙ্কার দেওয়া কঠিন শর্তে সফর স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা হলে ক্রিকেটারদের মাঠের বাইরে থাকার সময়টা আরও লম্বা হবে। যদিও বোর্ড প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, লঙ্কা সিরিজ না হলেও মাঠে ফিরবে ক্রিকেট। সেটা হলেই ভালো!

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ