X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বিদেশি কোচ না থাকলেই আমার ডাক পড়ে’

তানজীম আহমেদ
১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৯

আবারও হকি দলের দায়িত্বে মাহবুব হারুন জাতীয় হকি দলের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় এসে ২০০৬ সাল থেকে আছেন জাতীয় দলের সঙ্গে। পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতায় আবাহনী লিমিটেডের ডাগ আউটেও থাকেন মাহবুব হারুন। তার আরও একটি পরিচয় আছে- ‘ক্রাইসিস ম্যান’! বিদেশি কোচ না থাকলেই ডাক পড়ে তার। আগামী বছরের মার্চে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে আজ (মঙ্গলবার) ফেডারেশন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে হারুনকে।

এ নিয়ে অবশ্য কোনও আক্ষেপ নেই হারুনের। বাংলা ট্রিবিউনের কাছে তার সরল স্বীকারোক্তি, ‘আমার চেয়ে বিদেশি কোচরা অনেক ক্ষেত্রে এগিয়ে থাকেন। তাই বিদেশি কোচ আসলেই অনেক সময় আমার জায়গা হয় সাইড লাইনে। এ নিয়ে আমার কোনও অভিযোগ নেই। দেশের স্বার্থে যখনই ডাক পড়ে, তখনই কাজ করে যাই। এবারও ফেডারেশন আমার নাম রেখেছে। আমি আগের মতোই কাজ করে যাব। এছাড়া জাতীয় দলের কোচ হওয়াটাও সম্মানের।’

হারুনের খেলোয়াড়ি জীবন বেশ বর্ণাঢ্যময়। মিডফিল্ডার হিসেবে ১৯৮৯ থেকে ১৯৯৯ পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। মাঝে চার বছর ছিলেন অধিনায়ক। এছাড়া ঘরোয়া প্রতিযোগিতায় দাপট দেখিয়েছেন ১৯৮৬ থেকে ২০০২ পর্যন্ত। অ্যাজাক্স ও ভিক্টোরিয়ায় খেলেছেন এক মৌসুম করে। এছাড়া ক্যারিয়ারের বাকি সময়টুকু কেটেছে আবাহনীতে।

২০১৭ ও ২০১৮ সালে ঢাকায় এশিয়া কাপ ও ওমানে এশিয়ান গেমসের বাছাই পর্বে সবশেষ কোচের দায়িত্ব পালন করতে দেখা গেছে সাবেক এই মিডফিল্ডারকে। ঢাকার এশিয়া কাপে ষষ্ঠ হলেও এশিয়ান গেমসের বাছাইয়ে রানার্স-আপ হতে হয়েছিল। এছাড়া তার কোচিং ক্যারিয়ারে সাফল্য কম নয়। এর আগের এশিয়ান গেমস কিংবা এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশ সেরা হয়েছিল তার অধীনে।

যদিও হারুন মনে করছেন, ‘আমার অধীনে আগে দল সাফল্য পেয়েছে। আবার অল্পের জন্য দেখা গেছে শিরোপা ছুটে গেছে। আমি আমার মতো চেষ্টা করে গেছি।’

মার্চের চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও আশাবাদী এই কোচ, ‘এখন সিলেকশন কমিটি দল দেবে। তাদের নিয়ে হয়তো শিগগিরই অনুশীলন শুরু হবে। ঢাকার মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে এশিয়ার শীর্ষ পাঁচ দল থাকবে। ভারত-পাকিস্তানের মতো দলের সঙ্গে পেরে ওঠা কঠিন হবে। চেষ্টা থাকবে বড় দলকে হারিয়ে যত ওপরের দিকে ওঠা যায়। তবে অনুশীলন শুরু না হলে নিরেট কিছু বলা কঠিন।’

প্রিমিয়ার লিগ চললে খেলোয়াড় বাছাই করতে সুবিধা হতো তার। হারুন বলছেন, ‘লিগ হলে ভালো হতো। খেলোয়াড়রা ভালো ফর্মে থাকার সুযোগ পেতো। এখন আগের যা তালিকা আছে সেখান থেকে হয়তো খেলোয়াড় ডাকবে সিলেকশন কমিটি। এছাড়া ওই সময় অনূর্ধ্ব-২১ দলের প্রতিযোগিতা শেষ হবে। সেখান থেকে খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে।’

ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি যে সম্মানের লড়াই, তাও মানছেন এই দীর্ঘদেহী কোচ। সেজন্য নিজেকে নিংড়ে দিতে প্রস্তুত ‘ক্রাইসিস ম্যান’।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়