X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জন্মদিনে ক্রিকেটারদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৯

১৯৪৭ সালের এই দিনটিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী  আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ৭৪তম জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন তিনি। বঙ্গবন্ধু কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান,মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুমিনুল হক বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারসহ একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় সাকিব বলেছেন, ‘বিশেষ দিনে আপনাকে জানাই শুভেচ্ছা। আমাদের প্রতি অন্তহীন ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং দেশের জন্য ত্যাগ আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা সবাই আপনাকে অনুসরণ করে বাংলাদেশকে আরও শক্তিশালী দেশ হিসেবে গড়তে চাই। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি যাতে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।’

গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাশরাফি নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মাশরাফি লিখেছেন, ‘শুভ জন্মদিন.... বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কারিগর... মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে লিখেছেন, ‘আসসালামুয়ালাইকুম। শুভ জন্মদিন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের জন্য সবার কাছে প্রার্থনা করছি।’

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল প্রধানমন্ত্রীর একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে লিখেছেন, ‘আপনার নেতৃত্ব, দূরদর্শিতা ও একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা।’

বাংলাদেশের বর্তমান টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেশে ও দেশের বাইরে যখন খেলি, আপনি সবসময়ই আমাদের খেলার খোঁজ-খবর রাখেন। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনার দীর্ঘ সুস্থজীবন কামনা করছি।

বাংলাদেশের টি- টোয়েন্টি দলের অধিনায়ক মাহমদুউল্লাহ প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘আসসালামু-আলাইকুম, শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘শুভ জন্মদিন, মাদার অব হিউম্যানিটি, বাংলাদেশের উন্নয়নের রূপকার, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিস্ময়কর দক্ষতায় আপনার নেতৃত্বে বাংলাদেশ সকল ষড়যন্ত্রের মধ্যেও এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক দিয়ে। আমরা গর্বিত আপনার মতো এমন একজন মানুষকে রাষ্ট্রনায়ক হিসেবে পেয়ে। মহান আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’

সাব্বির রহমান লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা, দেশরত্ন, মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন।’ সৌম্য সরকার ফেসবুকে লিখেছেন, ‘আপনি আমাদের সকলের জন্য একটি জীবন্ত অনুপ্রেরণা। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’ পেসার তাসকিন আহমেদ তার ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ মোস্তাফিজুর রহমা লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা। সবসময় সুস্থ থাকেন, বাংলাদেশ ক্রিকেট দলের পাশে থাকেন এই দোয়া করি।’

একইসঙ্গে আবু হায়দার রনি, লিটন দাস, মেহেদী হাসানসহ বেশিরভাগ ক্রিকেটারই নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা