X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লিভারপুল এবারও যেন ‘রেড হট’ ফেবারিট

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:২২

অ্যানফিল্ডে প্রথম ম্যাচেই কোচ ক্লপের মন জিতলেন জোতা           -ছবি:টুইটার লিভারপুলের জার্সিতে অভিষেক হয়েছে আগেই। সেটি অবশ্য চারদিন আগে লিগ কাপে লিঙ্কন সিটির বিপক্ষে ৭-২ গোলে জেতা ম্যাচে। সোমবার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে অভিষেক হলো পর্তুগিজ উইঙ্গারের এবং কী রঙিন সেই অভিষক। প্রথম ম্যাচেই গোল করলেন ডিয়োগো জোতা, তার ৮৮ মিনিটে দেওয়া গোলের সুবাদে লিভারপুল ৩-১- এ হারালো আর্সেনালকে।

৩০ বছর পর লিভারপুল ২০১৯-২০ মৌসুমে প্রথম জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এই গৌরবময় জয়ের পাশেই আগের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নরা দ্বিতীয় রাউন্ডে হেরে যায় আতলেতিকো মাদ্রিদের কাছে। তখন থেকেই আলোচনাটার শুরু যে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখাটা কঠিন হবে। কিন্তু যে দাপটে শিরোপা ধরে রাখার অভিযাত্রা শুরু করেছে ইয়ুর্গেন ক্লপের দল, তাতে মনে হচ্ছে না কেউ পারবে তাদের পথ আটকাতে।

ম্যাচের ২৫ মিনিটে আলেক্সান্দ্রে লাকাজেতের গোলে আর্সেনালই গিয়েছিল এগিয়ে। কিন্তু অলরেডস দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় এখান থেকেই। তিন মিনিট পর মোহামেদ সালাহর শট আর্সেনাল গোলকিপার সামনে ঠেলে দিতেই গোল করে বসেন ম্যাচের সেরা সাদিও মানে।

লিভারপুল প্রথম গোলটি খায় লেফট ব্যাক অ্যান্ডি রবার্টসনের ভুলে। রবার্টসন সেই ভুলের প্রায়শ্চিত্ত করে গোল করেন রাইট ব্যাক  আলেক্সান্ডার–আরনল্ডের ক্রস থেকে। ৩৪ মিনিটেই ২-১  করে ফেলে লিভারপুল। ম্যাচের শেষদিকে বক্সঘেঁষা  জায়গায় বল পেয়ে নিচু শটে গানার কিপার লেনোকে পরাস্ত করেন জোতা। মাত্রই ১৯ সেপ্টেম্বর ৪১ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে উলভারহ্যাম্পটনের উইঙ্গারকে সাইন করিয়েছে লিভারপুল। লাল জার্সি গায়ে তুলেই সেটির ওজন বুঝতে পারছেন ২৩ বছর বয়সী পর্তুগিজ। জোতার কাছে ওজনদার জার্সিটা অনুপ্রেরণার! ওদিকে লিভারপুল খুশি যে ঠিক লোকটিকেই আনা হয়েছে অ্যানফিল্ডে।

লিভারপুল সবদিক দিয়েই এ ম্যাচে এগিয়ে ছিল। কিন্তু আরেকটি সহজ সুযোগ নষ্ট করার হতাশা লাকাজেতকে পোড়াবে অনেকদিন। ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় শুধু  আলিসনকে সামনে পেয়ে দুর্বল শট নিয়েছেন। লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপারকে এতে কি আর পরাস্ত করা যায়! লাকাজেতের এই গোলটা ম্যাচটি অন্যরকম হতেও পারতো।

টানা তৃতীয় ম্যাচ জিতেও লিভারপুল অবশ্য পয়েন্ট তালিকার দুইয়ে। তিন ম্যাচ করে জিতে লেস্টার গোল ব্যবধানে শীর্ষে, তিনে এভারটন।  

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা