X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাফুফে নির্বাচন: মানিকের ‘ভিশন-২০৩৩’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন সামনে রেখে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন আগেই ইশতেহার ঘোষণা করেছেন। ৩৬ দফা ছিল তার ইশতেহারে। এবার নির্বাচনের ঠিক চার দিন আগে তার প্রতিদ্বন্দ্বী সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক নিজের ইশতেহার জানালেন। ‘ভিশন-২০৩৩’ সামনে রেখে সাবেক ডিফেন্ডার ঘোষণা করেছেন ২১ দফার ইশতেহার।

আগামী ৩ অক্টোবর বাফুফে নির্বাচন। সভাপতি পদে নির্বাচিত হতে পারলে নিজের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে চান মানিক। আজ (মঙ্গলবার) স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে তার ইশতেহার ঘোষণার সময় পাশে ছিলেন আরেক সাবেক তারকা সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির।

মানিকের ইশতেহারে উল্লেখযোগ্য হিসেবে আছে বাফুফেতে একটি দল হিসেবে কাজ করা, জেলা ও পাইওনিয়ার ফুটবলে জোর দেওয়া, আন্ত:স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ফুটবল আয়োজনের পাশাপাশি জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭, শেখ জামাল অনূর্ধ্ব-২১, সোহরাওয়ার্দী কাপ ও আন্ত:জেলা শের-ই-বাংলা কাপ আয়োজন এবং ফুটবল একাডেমিগুলো সচল রাখা।

এছাড়া রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল ও শেখ কামাল ক্লাব কাপ প্রতিযোগিতা নিয়মিত করা। প্রতি বছর নির্দিষ্ট ক্যালেন্ডার প্রণয়ন। আরও রয়েছে আর্থিক অনিয়ম, পাতানো ম্যাচ নিয়ে সোচ্চার থাকা, বর্তমান জাতীয় দলের খেলোয়াড়দের বেতন কাঠামো ও ইন্স্যুরেন্সের মধ্যে আনা, ছয় মাসের মধ্যে আধুনিক জিম নির্মাণ।

কোচদের আধুনিক শিক্ষার পাশাপাশি তাদের চাকরির সংস্থানও রয়েছে ইশতেহারে। একই সঙ্গে বাংলাদেশের ফিফা র‌্যাংঙ্কিংয়ে উন্নতি করাও ওপর জোর দেওয়া হয়েছে।

‘ভিশন-২০৩৩’ সামনে রেখে শক্তিশালী অলিম্পিক দল গঠন করার লক্ষ্য মানিকের। ইশতেহার ঘোষণা করে সাবেক ফুটবলার বলেছেন, ‘আমি একটি চ্যালেঞ্জিং ইশতেহার দিয়েছি। নির্বাচিত হতে পারলে তা বাস্তবায়ন সম্ভব। আমি দীর্ঘ ৪০ বছর ধরে ফুটবলের সঙ্গে আছি। আমার জীবনের চেয়ে বড় ফুটবল।’

এরপরই যোগ করেন, ‘আমি মনে করি ঠিকমতো কাজ করতে পারলে ২০৩৩ সালের মধ্যে সাব্বিরদের মতো অনেক তারকা বের হবে। আমরা ভালো একটি দল হিসেবে তখন নিজেদের দেখতে পাবো। আশা করছি, ভোটাররা ভোট দিয়ে আমাকে জয়ী করবেন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা