X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তরুণ ক্রিকেটাররা মন কেড়েছেন ডমিঙ্গোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ২১:৪১আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:৪৬

ব্যাটিং-বোলিংয়ে বেশ কয়েকজন তরুণ নজর কেড়েছেন                -বিসিবি যুব বিশ্বকাপজয়ী আটজন ক্রিকেটার ছাড়াও বিসিবি প্রেসিডেন্টস কাপে আফিফ হোসেন, রিশাদ হাসান, মেহেদী হাসান, ইরফান শুক্কুরের মতো বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এই টুর্নামেন্টে তরুণদের পারফরম্যান্স মনে ধরেছে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। ক্রিকেটের প্রতি তরুণ ক্রিকেটারদের  তীব্র ভালোবাসা তাকে মুগ্ধ করেছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘আমি তাদের খেলা দেখে সত্যিই আনন্দ পেয়েছি। রিশাদের মতো ছেলেরা দারুণ বোলিং করেছে। হৃদয় (তৌহিদ), জয় (মাহমুদুল) দুর্দান্ত খেলেছে। প্রথমবারের মতো ইরফানকে খেলতে দেখলাম। সবমিলিয়ে অনেক ইতিবাচক ব্যাপার ছিল। আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিজ্ঞ ছেলেদের সঙ্গে ছোট ছোট তরুণ ক্রিকেটারদের খেলতে দেখার অভিজ্ঞতা। আমি ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা ও তীব্রতা দেখে ভীষণ খুশি।’

যুব ক্রিকেটারদের হাত ধরে প্রথমবারের মতো বৈশ্বিক কোনও টুর্নামেন্টে শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের আটজন ক্রিকেটার আছেন তিন দলের টুর্নামেন্টে। সবাই ভালো না করলেও তৌহিদ হৃদয়, রাকিবুল হাসান, পারভেজ ইমন, মাহমুদুল হাসানসহ বেশ কয়েকজন ভালো করেছেন।

ডমিঙ্গো তরুণ ক্রিকেটারদের বিকাশের জন্য আরও সময় দিতে চান, ‘আমি মনে করি অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের বিকাশের জন্য যথাসম্ভব সময় দেওয়া গুরুত্বপূর্ণ। খুব দ্রুত তাদের সুযোগ দিয়ে আবার দ্রুত ভুলে যাওয়াটা অন্যায় হবে। এসব ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে। যাতে তারা ওই লেভেলে গিয়ে কোনও সমস্যায় না পড়ে। এজন্য তাদের ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সুযোগ দিতে হবে এবং নিশ্চিত করতে হবে তাদের প্রশিক্ষণ, ফিটনেস সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো ঠিকভাবে হচ্ছে কি না। কেননা বিশেষ প্রতিভা ছাড়া অনূর্ধ্ব-১৯ ও আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যটা বিশাল। এই খেলোয়াড়দের নিয়ে আপনাদের ধৈর্য্য ধরতে হবে।’

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ভালো করে আসছেন পেসার শরিফুল ইসলাম। তামিমের দলের হয়ে খেলে দারুণ বোলিং করেছেন তিনি। শরিফুলের পারফরম্যান্স নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘তাকে নিয়ে কিছু কাজ করার আছে। তার বোলিংয়ে গতি ও বাউন্স রয়েছে। এগুলো একজন ফাস্ট বোলারের প্রাথমিক গুণ। ওর শেখার আগ্রহ আছে। ফিল্ডার হিসেবেও সে অসাধারণ। গত ম্যাচে দারুণ একটি ক্যাচও নিয়েছে। তার আত্মবিশ্বাস তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি