X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এল ক্লাসিকোতে ৯০৪ দিন গোল ছাড়া মেসি!

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ১৭:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৭:৩৭

এল ক্লাসিকোতে ৯০৪ দিন গোল ছাড়া মেসি! কী অদ্ভুত আর আশ্চর্য ব্যাপার। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এল ক্লাসিকোতে একটি গোলও পাননি লিওনেল মেসি! রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছেন ২০১৮ সালে গ্রীষ্মে, আর মেসি বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথে শেষবার জাল খুঁজে পেয়েছিলেন ওই বছরেরই মে মাসে। সময়ের হিসাব বলছে, ৯০০ দিনের বেশি এল ক্লাসিকোতে গোল ছাড়া আর্জেন্টাইন অধিনায়ক!

লা লিগার সবশেষ দুই এল ক্লাসিকোতে তো বার্সেলোনাই কোনও গোল পায়নি। আজ (শনিবার) ন্যু ক্যাম্পের মহারণে যদি গোল করতে না পারে কাতালানরা, তাহলে ৬২ বছরের পুরনো লজ্জার রেকর্ডের খাতা খুলে যাবে। টানা তিন এল ক্লাসিকো গোলহীন থাকার লজ্জা হবে সঙ্গী। বিব্রতকর পরিস্থিতি কাটাতে দরকার চেনা ছন্দের মেসিকে। ‘ক্লাসিকো কিংস’ জ্বলে উঠলেই পাল্টে যাবে দৃশ্যপট।

কিন্তু হঠাৎ কী হলো এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতার। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা, আর মেসি গোল পাবেন না, ২০১৮ সালের আগে খুব বেশি দেখা যায়নি। তাহলে কি রোনালদোর চলে যাওয়াটাই গোলের ক্ষুধা কমিয়ে দিয়েছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর? পর্তুগিজ অধিনায়ক রিয়াল ছাড়ার পর এল ক্লাসিকোতে আর কোনও গোল নেই তার।

সময়ের স্রোত দেখতে দেখতে গড়িয়ে গেছে অনেক। ২০১৮ সালের ৬ মে সবশেষ চিরপ্রতিদ্বন্দ্বীদের জালে বল জড়িয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ৯০৪ দিন আগে শেষবার নিজের গোলের আনন্দে মেতেছিলেন এই ফরোয়ার্ড। এর মাঝে হয়ে গেছে ছয়টি এল ক্লাসিকো। মেসি খেলে ফেলেছেন ৪২৫ মিনিট, রিয়ালের বিপক্ষে শট নিয়েছেন ১৬টি, কিন্তু এবারও বল জালে জড়াতে পারেননি।

ধ্রুপদী ম্যাচের আজকের লড়াইয়ে কি গোল খরা কাটবে মেসির? চ্যাম্পিয়নস লিগে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসের বিপক্ষে কিন্তু দুর্দান্ত মেসিকে পাওয়া গেছে। ৫-১ ব্যবধানে জেতার পথে বার্সেলোনা অধিনায়ক পেনাল্টি থেকে একটি গোলও করেছেন। চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় গোল, আগেরটিও করেছিলেন স্পট কিক থেকে।

এল ক্লাসিকোতে মেসির ছন্দময় ফুটবলের সাক্ষী অনেকবার হয়েছে বিশ্ব। রিয়ালের জন্য তিনি কতটা বিপজ্জনক সেটি ২৬ গোল নিয়ে তার সর্বোচ্চ গোলদাতার আসনে বসার পরিসংখ্যানই বলে দিচ্ছে। ১৮ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রিয়ালের দুই কিংবদন্তি আলফ্রেদো ডি স্তেফানো ও ক্রিস্টিয়ানো রোনালদো।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ