X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ঢাকায় ফিরেই কোয়ারেন্টিনে জেমি ডে-জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৮:৫৯আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৯:০৬

ঢাকায় এসেছেন বিদেশি কোচরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খেলা বন্ধ ছিল গত মার্চ থেকে। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বও হয়নি একই কারণে। তাই ইংলিশ কোচ জেমি ডে ও সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস সেই সময় ঢাকা ছেড়েছিলেন।এখন আবার জামাল-জীবনদের অনুশীলন শুরু হওয়ায় তাদের আবারও ডাক পড়েছে। সেই ডাকে সাড়া দিয়ে দুই ইংলিশ কোচ এরই মধ্যে ঢাকার মাটিতে পা রেখেছেন।

সঙ্গে এসেছেন স্বদেশি গোলকিপিং কোচ লেস ক্লিভলি। এছাড়া একই দিনে ডেনমার্ক থেকে এসেছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। তবে তাদের কেউই আপাতত দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারছেন না। তাদের থাকতে হবে স্বল্পমেয়াদের কোয়ারেন্টিনে।

তার পরেও অনেক দিন বাদে ঢাকায় ফিরতে পেরে জেমি ডে খুব আনন্দিত। হোটেলে এসে বাফুফেকে দেওয়া এক ভিডিও বার্তায় জেমি ডে বলেছেন, ‘অনেক দিন লল্ডনে ছিলাম। এখন কাজ করার জন্য মুখিয়ে আছি। ট্রেনিংয়ে ছেলেরা ফিরেছে তা দেখে ভালো লাগছে। আমিও যোগ দিতে এখানে এসেছি। আমাদের আরও উন্নতি করতে হবে।’

লন্ডনে থাকলেও ডে সবসময় খেলোয়াড়দের হোয়াটসঅ্যাপে দিক-নির্দেশনা দিয়ে গেছেন। সবার ফিটনেস যেন ঠিক থাকে, সেটাই ছিল তার মূল চাওয়া। আগামী ১৩ ও ১৭ মার্চ নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ। সেই লক্ষ্যে রানা-সুফিলরা নিজেদের শাণিত করে যাচ্ছেন। জেমি ডের লক্ষ্যও একই। ঢাকায় ফিরে বলেছেন, ‘নেপালের বিপক্ষে দুটি ম্যাচ সামনে। বাংলাদেশে আবারও ফুটবল ফিরিয়ে আনতে চাই আমরা। সেটাই লক্ষ্য। হ্যাঁ, আমরা ম্যাচও জিততে চাই। কিন্তু এটাই মূল লক্ষ্য নয়। ছেলেরা খেলার মাঝে ফিরবে। বাংলাদেশে আবারও ফুটবল হবে। সামনের দিকেও আমাদের অনেক খেলা হবে। হয়তো এখান থেকেই আমাদের শুরুটা করতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!