X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় ফিরেই কোয়ারেন্টিনে জেমি ডে-জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৮:৫৯আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৯:০৬

ঢাকায় এসেছেন বিদেশি কোচরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খেলা বন্ধ ছিল গত মার্চ থেকে। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বও হয়নি একই কারণে। তাই ইংলিশ কোচ জেমি ডে ও সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস সেই সময় ঢাকা ছেড়েছিলেন।এখন আবার জামাল-জীবনদের অনুশীলন শুরু হওয়ায় তাদের আবারও ডাক পড়েছে। সেই ডাকে সাড়া দিয়ে দুই ইংলিশ কোচ এরই মধ্যে ঢাকার মাটিতে পা রেখেছেন।

সঙ্গে এসেছেন স্বদেশি গোলকিপিং কোচ লেস ক্লিভলি। এছাড়া একই দিনে ডেনমার্ক থেকে এসেছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। তবে তাদের কেউই আপাতত দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারছেন না। তাদের থাকতে হবে স্বল্পমেয়াদের কোয়ারেন্টিনে।

তার পরেও অনেক দিন বাদে ঢাকায় ফিরতে পেরে জেমি ডে খুব আনন্দিত। হোটেলে এসে বাফুফেকে দেওয়া এক ভিডিও বার্তায় জেমি ডে বলেছেন, ‘অনেক দিন লল্ডনে ছিলাম। এখন কাজ করার জন্য মুখিয়ে আছি। ট্রেনিংয়ে ছেলেরা ফিরেছে তা দেখে ভালো লাগছে। আমিও যোগ দিতে এখানে এসেছি। আমাদের আরও উন্নতি করতে হবে।’

লন্ডনে থাকলেও ডে সবসময় খেলোয়াড়দের হোয়াটসঅ্যাপে দিক-নির্দেশনা দিয়ে গেছেন। সবার ফিটনেস যেন ঠিক থাকে, সেটাই ছিল তার মূল চাওয়া। আগামী ১৩ ও ১৭ মার্চ নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ। সেই লক্ষ্যে রানা-সুফিলরা নিজেদের শাণিত করে যাচ্ছেন। জেমি ডের লক্ষ্যও একই। ঢাকায় ফিরে বলেছেন, ‘নেপালের বিপক্ষে দুটি ম্যাচ সামনে। বাংলাদেশে আবারও ফুটবল ফিরিয়ে আনতে চাই আমরা। সেটাই লক্ষ্য। হ্যাঁ, আমরা ম্যাচও জিততে চাই। কিন্তু এটাই মূল লক্ষ্য নয়। ছেলেরা খেলার মাঝে ফিরবে। বাংলাদেশে আবারও ফুটবল হবে। সামনের দিকেও আমাদের অনেক খেলা হবে। হয়তো এখান থেকেই আমাদের শুরুটা করতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’