X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কলকাতার পথে কাঁটা বিছিয়ে দিলো চেন্নাই

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ০১:৪০আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০১:৫৫

ম্যান অব দ্য ম্যাচ রুতুরাজ গায়কোয়াড়                 -টুইটার তিন ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় চেন্নাই সুপার কিংস এবার আইপিএলের প্লে-অফে যাচ্ছে না। আর তখনই যেন ধোনির দল অন্যদের প্লে-অফে ওঠার পথে কাঁটা বিছিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেওয়া চেন্নাই বৃহস্পতিবার ৬ উইকেটে হারিয়ে দিলো কলকাতা নাইট রাইডার্সকে। এই হারেও কলকাতা পয়েন্ট তালিকার পাঁচেই আছে। তবে তাদের প্লে-অফে যাওয়ার আশাটা এতে মারাত্মকভাবে আহত। ১৩ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট কলকাতার। প্লে-অফের জন্য বাকি ম্যাচটিতে ( ১ নভেম্বর)  রাজস্থান রয়্যালসকে হারাতে তো হবেই, অন্য সমীকরণগুলোও মিলতে হবে তাদের অনুকূলে।

দুবাইতে আগের ম্যাচে কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চেন্নাই হারিয়েছে অখ্যাত এক তরুণের ব্যাটিং। ভেন্যু দুবাই, সেই তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ই কলকাতারও হারের কারণ। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে যাওয়া কলকাতা  ৫ উইকেটে করেছিল ১৭২ রান। চ্যালেঞ্জিং স্কোর। বেশ মসৃন গতিতে এগিয়ে চেন্নাই ম্যাচ জিতেছে অবশ্য কঠিন করে। শেষ বলে গিয়ে এই রানটা টপকে যেতে পারলো ওপেনার রুতুরাজের ৫৩ বলে ৭২ রানের ইনিংসের সৌজন্যে। ১৭.৫ ওভারে প্যাট কামিন্সের বলে বোল্ড হওয়ার আগে দুর্দান্ত সব শটে ৬ ছার ও ২ ছক্কা হাঁকিয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। দলকে জিতিয়ে ফিরেছেন বহু যুদ্ধের পরীক্ষিত সৈনিক রবীন্দ্র জাদেজা। তরুণ পেসার কমলেশ নগরকোটির করা শেষ ওভার থেকে ১০ রান দরকার ছিল চেন্নাইয়ের। প্রথম তিন বলে মাত্র ৩ রান দিয়ে শেষ তিন বলে দুই দলকে ৭ রানের দূরত্বে দাঁড় করান নগরকোটি। চতুর্থ বলটি ডট। পঞ্চম বলে ছক্কা হাঁকান জাদেজা। শেষ বলটা ডট হলে ম্যাচ যায় সুপার ওভারে। কিন্তু জাদেজা সেটিকে পাঠিয়ে দেন ছয়ের ঠিকানায়, ১১ বলে  ৩ ছক্কা ও ২ চারে ৩১ করে থাকেন অপরাজিত।

সন্ধ্যার শিশির ম্যাচে প্রভাব ফেলেছে। স্পিনাররা ভালোভাবে বল গ্রিপ করতে পারেননি। তবে কলকাতার বোলাররাও বাজে বোলিং করেছেন। বিশেষ করে লকি ফার্গুসন। ৪ ওভারে ৫৪ রান দিয়ে উইকেটশূন্য কিউই ফাস্ট বোলার। ব্যাটিংয়ের হিরো নীতিশ রানাও গুরুত্বপূর্ণ সময়ে অফস্পিনে ১৬ রান দিয়েছেন এক ওভারে। অনেক ভরসার ক্যারিবিয়ান রহস্য স্পিনার (রহস্য যদিও আর নেই) সুনীল নারাইন ২৩ রান দিয়ে উইকেটশূন্য। ৩১ রানে ২ উইকেট নিলেও প্রত্যাশা মেটাতে পারেননি সাড়ে ১৫ কোটি রুপিতে কেনা অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার কামিন্স।

সংক্ষিপ্ত স্কোর:

কলকাতা: ২০ ওভারে ১৭২/৫ (রানা ৮৭, গিল ২৬, কার্তিক ২১*, এনগিডি ২/৩৪, জাদেজা ১/২০) ও চেন্নাই: ২০ ওভারে ১৭৮/৪ (রুতুরাজ ৭২, রায়ডু ৩৮, জাদেজা ৩১*, বরুণ ২/২০, কামিন্স ২/৩১)।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া