X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তামিমের সঙ্গী হয়ে ইমনের আনন্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ১৭:৫৬আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৮:১৬

ফরচুন বরিশালে তামিমের দলে আছেন পারভেজ হোসেন ইমন তামিম ইকবালের সঙ্গে ব্যাটিং করতে পেরে ভীষণ খুশি যুব বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের ব্যাটিং বিপর্যয়ে তরুণ এই ব্যাটসম্যান ছিলেন উজ্জ্বল। দলীয় সর্বোচ্চ ৫১ রান এসেছে তার ব্যাট থেকে। ভালো পারফরম্যান্সের আনন্দ তো আছেই, এর সঙ্গে বাড়তি পাওনা ‍যোগ হয়েছে তার প্রিয় ক্রিকেটার তামিমের সঙ্গে ব্যাটিং করতে পারায়।

এমনিতে তামিমের মতো ইমনও চট্টগ্রাম থেকে উঠে এসেছেন। তামিমের খেলা দেখেই তার বেড়ে ওঠা। ‘শৈশবের নায়কের’ সঙ্গে ব্যাটিং করার অনুভূতি কেমন? ইমন বললেন, ‘অনুভূতি অবশ্যই অনেক ভালো। উনি আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার। উনার সঙ্গে ব্যাটিং করতে পেরে সত্যি আমি অনেক খুশি।’

জেমকন খুলনার বিপক্ষে অভিজ্ঞ তামিমকে অন্যপ্রান্তে রেখে ব্যাটিংয়ের শুরুটা দারুণ করেছিলেন বরিশালের জার্সিতে খেলা ইমন। শফিউল ইসলামের প্রথম তিনটি বল সমীহ করলেও পঞ্চম বল লং অন দিয়ে সীমানা ছাড়া করেন। ‍ছক্কা মেরেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের রানের খাতা খোলেন তিনি। সাকিব, মাহমুদউল্লাহ, শফিউল, আল আমিন- কেউই বাদ পড়েননি তার ব্যাটের সামনে। ৪২ বলের ইনিংসে ৩ চার ও ৪ ছক্কা ছিল ইমনের ইনিংসে। ছক্কার শুরুটা করেছিলেন তিনি শফিউলকে দিয়ে। দ্বিতীয় ছক্কাটি মারেন আল আমিনকে, স্কয়ার লেগ দিয়ে মারা শটটি ছিল দেখার মতো। শেষ পর্যন্ত ৪২ বলে খেলেছেন ৫১ রানের ইনিংস।

দারুণ একটি ইনিংস খেলে আত্মবিশ্বাসী ইমনের চোখ এখন সামনের দিকে, ‘যা হয়েছে, আলহামদুলিল্লাহ। ইনিংসটা আরও ভালো করা যেত। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করার দিকে নজর থাকবে। ইনিংসটা আরও বড় করার চেষ্টা করবো।’

বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে আসা ইমন এখনই বড়দের ক্রিকেটের সঙ্গে পার্থক্যটা বুঝে গেছেন, ‘আসলে পার্থক্যটা অনেক। এখানে অনেক বেশি অভিজ্ঞতার দরকার। তো দুই জায়গায় আমার কাছে অভিজ্ঞতার পার্থক্যটাই বেশি লেগেছে।’

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ইমন। খুব বড় ইনিংস খেলতে না পারলেও প্রতি ম্যাচেই অবদান ছিল তার। এরপর তিন দলকে নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল একাদশের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। দুই ম্যাচে ১৯ ও ১০ রান করেছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

কাপড় ব্যবসায়ী বাবার ছেলে ইমন। ক্রিকেটে তার শুরুর রাস্তাতে ছিল আরেকজন বিশেষ ব্যক্তির অবদান, ইমনের বড় ভাই ফয়সালের বন্ধু জিসান। তার সঙ্গেই এলাকার অলিতে-গলিতে ক্রিকেট খেলে বেড়াতেন তিনি। কিছুটা ভালো খেলার কারণে জিসান বন্ধু ফয়সালকে বলে তার ভাইকে বিকেএসপিতে ভর্তি করে দিতে। ২০১৩ সালে ইমন বিকেএসপিতে ভর্তি হন, আর সামনে পেয়ে যান ক্রিকেটার হয়ে ওঠার চওড়া রাস্তা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা