X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোয় মেসির জরিমানা

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ১৯:০২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:০৪

এভাবে ম্যারাডোনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েই জরিমানা গুণছেন মেসি।  এমন কিছু যে হতোই, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। ম্যারাডোনার মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানাতে জার্সি খুলেছিলেন মেসি। নিয়ম বহির্ভুত হওয়ায় বার্সেলোনার তো জরিমানা হয়েছেই, জরিমানা গুণতে হচ্ছে মেসিকেও। বার্সার জরিমানা হয়েছে ১৮০ ইউরো, মেসির হয়েছে তার চেয়ে বেশি ৬০০।

শ্রদ্ধাঞ্জলির জন্য মেসি বেছে নিয়েছিলেন লা লিগার ওসাসুনার ম্যাচটাকে। ৭৩ মিনিটে বার্সেলোনার চতুর্থ গোলটি করে (ম্যাচটা জিতেছে ৪-০ গোলে) উদযাপনে নিজস্ব ভঙ্গিমা যুক্ত করেছিলেন মেসি। ওপরে পরা বার্সেলোনার জার্সি খুলে বের করেছিলেন ১৯৯৩ সালে নিউয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি। যে ক্লাবে এই জার্সিটি পরেই খেলেছিলেন ম্যারাডোনা। এরপর শূন্যে তুলে ধরেন দুই হাত। অবশ্য নিয়ম বহির্ভুত কাজটি করে তাৎক্ষণিকভাবে শাস্তিও পেয়েছিলেন বার্সার প্রাণভোমরা।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিধি অনুসারে জার্সি খুলে কোনও ধরনের স্লোগান, বার্তা অথবা বিজ্ঞাপন দেখানোর নিয়ম খেলোয়াড়দের নেই। তার পরেও স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই শাস্তি ঘোষণার ক্ষেত্রে নমনীয় ছিল।

বার্সা শুরুতে এই শাস্তির বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানিয়ে বলেছিল, ম্যারাডোনার মতো কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানানোয় শাস্তিটি মওকুফ করতে। ফেডারেশনের কম্পিটিশিন কমিটি অবশ্য বিষয়টিকে শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখেই কম জরিমানার শাস্তি ঘোষণা করেছে। কারণ পুরোপুরি শাস্তি মওকুফের পক্ষে নয় তারা। তাহলে ডিসিপ্লিনারি কোডের ৯৩ ধারা যে রক্ষা হয় না!

পরে জানা গেছে, মেসি যে জার্সিটা ভেতরে পরেছিলেন, সেটা আসলেই ম্যারাডোনার জার্সি ছিল।১৯৯৩ সালে যে জার্সি পরে তিনি খেলতেন, সেটা সংগ্রহ করেছিলেন সের্হিয়ো ফার্নান্দেস নামের এক লাইন জাজ। পর সেই জার্সিটাই মেসিকে উপহার দিয়েছিলেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা