X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সাউদিদের তোপে ইনিংস হারের মুখে ক্যারিবিয়ানরা

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২০, ১৩:৫০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩৪

টিম সাউদির তোপে ফলোঅনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ হ্যামিল্টনের সেডন পার্কের সবুজ উইকেট দেখে টস জিতে ফিল্ডিং নিতে দ্বিতীয়বার ভাবেননি জেসন হোল্ডার। কিন্তু উইকেটের ‘বিরূপ আচরণে’ সাফল্য না আসায় সে কী আফসোস ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। অবশ্য নিউজিল্যান্ড পেসারদের বোলিং দেখলে সেটা বোঝার উপায় নেই। সবুজ উইকেটের পুরো ফায়দা তুলে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছে।

টিম সাউদিদের তোপে প্রথম ইনিংসে ১৩৮ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়া সফরকারীরা দ্বিতীয় ইনিংসেও নেই ভালো জায়গায়। তৃতীয় দিন শেষে ১৯৬ রান তুলতে হারিয়েছে ৬ উইকেট। এখনও ১৮৫ রানে পিছিয়ে থাকায় ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় তারা।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের স্কোর দেখে অবশ্য ঠিক বোঝা যাবে না ফলোঅনে পড়ার পর তাদের কী অবস্থা হয়েছিল। ৮৯ রানেই হারিয়েছিল ৬ উইকেট! জার্মেইন ব্ল্যাকউড ও আলজারি জোসেফ দুটো অসাধারণ ইনিংস না খেললে হয়তো তৃতীয় দিনেই শেষ হয়ে যেত হ্যামিল্টন টেস্ট।

কিউই পেসাদের সামনে দ্বিতীয় ইনিংসে অসহায় আত্মসমর্পণ করেছেন ক্রেগ ব্র্যাথওয়েট (১০), জন ক্যাম্পবেল (২), ড্যারেন ব্রাভো (১২), শামার ব্রুকস (২), রোস্টন চেস (৬) ও জেসন হোল্ডার (৮)। তাদের বিদায়ের পর ইনিংস ব্যবধানে হার দেখতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। এখনও ইনিংস হারের ‍মুখেই আছে, তবে হ্যামিল্টন টেস্টে প্রথমবার কিউই পেসারদের সামনে ছড়ি ‍ঘুরাচ্ছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। ব্ল্যাকউড ও জোসেফের ব্যাটে ২০০’র কাছাকাছি সফরকারীদের স্কোর। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটি গড়ার পথে দুজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। ব্ল্যাকউড অপরাজিত ৮০ রানে, আর জোসেফ চতুর্থ দিন শুরু করবেন ৫৯ রান নিয়ে।

এর আগে প্রথম ইনিংসে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ইনিংস শুরু করে টিকে ছিলেন ব্র্যাথওয়েট ও ক্যাম্পবেল, তাতে কোনও উইকেট না হারিয়ে ক্যারিবিয়ানরা পেয়েছিল ৪৯ রান। তবে তৃতীয় দিন শুরু হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। হোল্ডার (২৫*) ও ব্ল্যাকউড (২৩) চেষ্টা চালালেও ফলোঅনের জন্য যথেষ্ট ছিল না।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাউদি। এই পেসার ৩৫ রানে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে পেয়েছেন ১ উইকেট। প্রথম ইনিংসে ২ উইকেট পাওয়া ওয়াগনার দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ২ উইকেট। কাইল জেমিসনও অবদান রেখেছেন ৩ উইকেট নিয়ে (২ ও ১)।

সংক্ষিপ্ত স্কোর:

(তৃতীয় দিন শেষে)

নিউজিল্যান্ড: প্রথম ইনিংসে ১৪৫ ওভারে ৫১৯/৭ (ডিক্লে.)।

ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংসে ৬৪ ওভারে ১৩৮ (ক্যাম্পবেল ২৬, হোল্ডার ২৫*, ব্ল্যাকউড ২৩, ব্র্যাথওয়েট ২১; সাউদি ৪/৩৫, জেমিসন ২/২৫, ওয়াগনার/৩৩) ও দ্বিতীয় ইনিংসে ৪২ ওভারে ১৯৬/৬ (ব্ল্যাকউড ৮০*, জেসেফ ৫৯*, ব্রাভো ১২, ব্র্যাথওয়েট ১০; ওয়াগনার ২/৬২)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
ডিম সেদ্ধ করার পানি যেসব উপায়ে ব্যবহার করা যায় 
ডিম সেদ্ধ করার পানি যেসব উপায়ে ব্যবহার করা যায় 
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন