X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সৌম্য-সাব্বিরের বাজি ওয়েস্ট ইন্ডিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৬, ১৯:১৮আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৯:২১

সৌম্য-সাব্বিরের বাজি ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দুই তরুণ টাইগার ক্রিকেটার সৌম্য সরকার ও সাব্বির রহমান শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখছেন ওয়েস্ট ইন্ডিজকে। এই ম্যাচে ক্রিস গেইল জ্বলে উঠবেন বলেই বিশ্বাস তাদের।

সাব্বির রহমান রুম্মন বাংলা ট্রিবিউনকে বলেন, 'কালকের ম্যাচে ফেভারিট মনে করি ওয়েস্ট ইন্ডিজকে। আগের ম্যাচে তারা ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। রবিবার ইডেনে ওই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নামতে পারবে। অবশ্য ইংল্যান্ডও ভালো একটি ম্যাচ খেলেই ফাইনালে উঠেছে। আমার মনে হয় আগামীকালকের ফাইনালটি জমজমাট হবে।'

তিনি আরও বলেন, 'তারপরও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যে কোনও কিছুই হতে পারে। নিয়মমতো সবকিছু হলে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজই এবারকার চ্যাম্পিয়ন হবে। আগের ম্যাচে ক্রিস গেইল ব্যর্থ হয়েছেন। কিন্তু ফাইনালে তিনিই ওয়েস্ট ইন্ডিজের কাণ্ডারি হবেন। আমার বিশ্বাস গেইল ফাইনালে দর্শকদের দারুণ একটি ইনিংস উপহার দেবেন। এছাড়া আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো আছেন।'

অন্যদিকে টাইগার ওপেনার সৌম্য সরকার বলেন, 'আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজই ফেভারিট। তারপরও ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। তবে আমি গেইলের ওপর বাজি ধরবো। আর ওই দলের মরগ্যানের ওপরও আমার বাজি থাকবে। তারা দুজন দারুণ ক্রিকেট খেলবেন বলে আমি বিশ্বাস করি।'

ইডেনের উইকেট সম্পর্কে সৌম্য বলেন, 'এখানে কত রান হবে এটা বলা মুশকিল। তবে খেলা খুবই ফাইটিং হবে। আমার বিশ্বাস শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজই জয়ী হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে সব দিক দিকেই ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে। কেননা ক্যারিবিয়ানদের দলে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ানো অনেক ক্রিকেটার আছেন।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!