X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

রোমাঞ্চ নিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ফাহাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫০

ফাহাদ রহমান বাংলাদেশের চার গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। এবার তাদের পথ ধরে বিশ্বমঞ্চে প্রথমবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। দেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বকাপ খেলতে যাওয়ার রোমাঞ্চ নিয়ে রবিবার ভোরে রাশিয়ার বিমানে চড়েছেন তিনি।

বিশ্বের ১২৮ জন দাবাড়ুকে নিয়ে এই প্রতিযোগিতা হবে রাশিয়ার খান্তি মানসিস্কে। সেখানে প্রথমেই কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়তে হচ্ছে এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট পাওয়া ফাহাদকে। নকআউট পর্বে প্রথম রাউন্ডে তাকে খেলতে হবে বিশ্বের চার নম্বর র‌্যাংকিংধারী রাশিয়ান বংশোদ্ভুত ডাচ গ্র্যান্ডমাস্টার আনিশ গিরিংয়ের বিপক্ষে। দুজনের মধ্যে রেটিংয়েও বড় ধরনের তফাত। আনিশের রেটিং ২৭৮০, আর ফাহাদের ২২৫০। প্রথম রাউন্ডে খেলা হবে দুই পর্বে। ১০ ও ১১ সেপ্টেম্বরের খেলার ওপর নির্ভর করবে পরের পর্বে কে যাবেন? তবে দুটি ম্যাচই ড্র হলে ১২ সেপ্টেম্বর হবে প্লে অফ।

প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষ পেলেও বিশ্বকাপে খেলতে যাওয়ার উচ্ছ্বাস ছিল ফাহাদের কণ্ঠে। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘এমন মানের দাবাড়ুর সঙ্গে আগে কোনও সময় খেলা হয়নি। শুধু আমি একা নই, এর আগে যারা বিশ্বকাপে খেলেছে তাদের কেউই এমন প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলেনি। এটা আসলে বিশেষ কিছু।’

নিজের লক্ষ্যটা ঠিক করে রেখেছেন ফাহাদ, ‘আমাদের রেটিংয়ের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু তারপরও আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভালো খেলার চেষ্টা করবো। শেষ পর্যন্ত লড়াই করবো, যেন হারতে না হয়। আমার লক্ষ্য থাকবে ম্যাচটা ১২ সেপ্টেম্বরে নিয়ে যাওয়ার, এতে করে প্লে অফ হবে। সেটা হবে ক্যারিয়ারের বড় অভিজ্ঞতা।’

আগে বিশ্বকাপ খেলা রাজীবের অধীনে প্রশিক্ষণ নিয়ে রাশিয়া গেলেন ফাহাদ। ২০১৭ সালের আসরে দ্বিতীয় রাউন্ড খেলা রাজীব বলেছেন, ‘এটা নকআউট পর্বের খেলা। ফাহাদের প্রতিপক্ষ বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু। সুতরাং তার জন্য ম্যাচটি কঠিন হবে।’

ফাহাদের সঙ্গে রাশিয়া গেছেন আন্তর্জাতিক বিচারক হারুনুর রশীদ। ঢাকা ছাড়ার আগে তিনি বলেছেন, ‘বিশ্বকাপে খেলাটা ফাহাদের জন্য বড় অভিজ্ঞতা হবে। ওর প্রতিপক্ষ বেশ শক্তিশালী। এখন দেখা যাক কতদূর যেতে পারে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
গাজায় যুদ্ধের অবসান নিয়ে সংশয় ও আশার দোলাচলে মধ্যপ্রাচ্য
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকগাজায় যুদ্ধের অবসান নিয়ে সংশয় ও আশার দোলাচলে মধ্যপ্রাচ্য
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই