X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ক্যাম্পে ‍চলে এসেছেন রোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২০, ১৭:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৭:৪৫

আর্চার রোমান সানা করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে একটু একটু করে ফেডারেশনগুলো তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এরমধ্যে আর্চারি ফেডারেশন অন্যতম। টোকিও অলিম্পিক ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতা সামনে রেখে  রবিবার থেকে তিন ধাপে আবাসিক ক্যাম্প শুরু করতে যাচ্ছে তারা। অনেকদিন পর ক্যাম্পে ফিরতে যেন তর সইছিল না রোমান সানার। আগেভাগেই ক্যাম্পে যোগ দিয়েছেন দেশের আর্চারির ‘পোস্টার বয়’।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে হবে অনুশীলন ক্যাম্প। রোমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি আগেই টঙ্গী চলে এসেছি। নতুন করে ক্যাম্প শুরুর খবর শুনে অনেক ভালো লাগছে। আসলে কবে থেকে আবারও তীর-ধনুক নিয়ে মাঠে নামতে পারবো- এই অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হতে চলেছে।’

করোনার সময়ে রোমান খুলনার বাড়িতে ছিলেন। সেখানে ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছেন। এছাড়া শেষের দিকে ফেডারশন ধনুক পাঠালে তা দিয়ে করেছেন অনুশীলন। এখন পুরোদমে অনুশীলন করে আগের ফর্মে ফিরতে চান তিনি, ‘এতদিন নিজের মতো করে অনুশীলন করে যাচ্ছিলাম। আসলে ব্যক্তিগতভাবে অনুশীলন করে তো আর আগের ফর্ম ধরে রাখা যায় না। টঙ্গী স্টেডিয়ামে এখন তীর-ধনুক নিয়ে নেমে পড়বো। আশা করছি আগামী দুই মাসের মধ্যে পুরোনো ফর্মে দেখা যাবে।’

আগামী বছর টোকিও অলিম্পিক গেমস ছাড়াও আছে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। যদিও করোনার কারণে টোকিও অলিম্পিক ছাড়া অন্য প্রতিযোগিতাগুলো এখনও নিশ্চিত নয়। সামনের প্রতিযোগিতা নিয়ে রোমানের পরিকল্পনা, ‘অনুশীলন শুরু করতে পারছি এটাই আমার কাছে বড় বিষয়। আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে হয়তো অন্য প্রতিযোগিতাগুলোর সূচি পাওয়া যাবে। এছাড়া আমরা কোন কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারবো, সেটাও হয়তো জানা যাবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে