X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা দাবায় শিরোপায় চোখ জিয়া-ফাহাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

শেখ হাসিনা দাবায় শিরোপায় চোখ জিয়া-ফাহাদের করোনাভাইরাসের কারণে মুখোমুখি বোর্ডে বসে দাবা খেলার সুযোগ নেই। অনলাইন বড় ভরসা। তাই দাবাড়ুদের সুযোগ করে দিতে সাউথ এশিয়ান চেস কাউন্সিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের তত্ত্বাবধানে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক অনলাইন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। এর নামকরণ করা হয়েছে- জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় সুইস লিগ পদ্ধতিতে অংশ নিচ্ছেন ৭৪ দাবাড়ু। এর মধ্যে দেশের বাইরের ২৪ জন এবং দেশের ৫০ জনকে নিয়ে হবে শিরোপা লড়াই। এছাড়া এই প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টারদের অংশগ্রহণও কম নয়। স্বাগতিকদের তিনজন ছাড়াও আছেন আরও ১৪ জন।

স্বাগতিকদের মধ্যে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেন রাজীব আছেন। এছাড়া আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের ওপরও দৃষ্টি থাকবে। স্বাগতিকদের সবাই চাইছেন, এই প্রতিযোগিতায় ভালো ফল করতে। কেউ কেউ তো শিরোপায় রাখছেন চোখ।

দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ অসুস্থতার কারণে খেলছেন না। দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলবেন। করোনাকালে এমন প্রতিযোগিতা খেলতে পেরে জিয়া বেশ খুশি, ‘সাধারণত বাংলাদেশের কোনও প্রতিযোগিতায় এত গ্র্যান্ডমাস্টারের অংশগ্রহণ হয় না। এমনটি আগে দেখিনি। এবার ব্যতিক্রম কিছু হচ্ছে। আমি এতে অংশ নেওয়ার জন্য মুখিয়ে আছি। যারা এটা আয়োজন করেছে তাদের ধন্যবাদ দিতে হচ্ছে। আশা করছি, ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’

প্রতিযোগিতায় ইরান ও ভারতের গ্র্যান্ডমাস্টাররা থাকবেন। জিয়া অবশ্য আশাবাদী, ‘এই প্রতিযোগিতায় শিরোপা জেতা কঠিন হবে। বিশেষ করে, ইরান ও ভারতের গ্র্যান্ডমাস্টাররা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে দিতে পারে। তবে আমি চেষ্টা করবো ভালো ফল করতে। শিরোপা জিতবো তা জোর দিয়ে এখনই বলতে পারছি না।’

সাম্প্রতিক সময়ে অনলাইন প্রতিযোগিতায় দেশের বাইরের গ্র্যান্ডমাস্টারদের বিপক্ষে জেতার রেকর্ড আছে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের। সে কারণেই তিনি আত্মবিশ্বাসী, ‘শক্তিশালী প্রতিযোগিতা এটা। আমি এর আগেও গ্র্যান্ডমাস্টারদের বিপক্ষে জিতেছি। এখানে অনেকের সঙ্গে খেলার সুযোগ পাওয়া যাবে। আমি শিরোপার জন্য লড়াই করবো। আশা করছি, আমার ভালো অভিজ্ঞতাই হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ