X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ফিফা রেফারি থেকে কাবাডি মাঠে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৯:২৭আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৯:২৭

একসময় ছিলেন ফিফা রেফারি। নানান কারণে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা থেকে দূরে সরে আসতে হয়েছে। তবে ঘরোয়া ফুটবলে নিয়মিত বাঁশি বাজিয়েছেন সুজিত ব্যানার্জী চন্দন। এই বছর অবসর নিয়ে হয়েছেন রেফারিদের প্রশিক্ষক। তবে এরই পাশাপাশি জাতীয় কাবাডি দলের ফিটনেস ট্রেনার হিসেবে অভিষেক হয়েছে সুজিতের।

আগামী বছর ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হাংঝু শহরে হবে ১৯তম এশিয়ান গেমস। এর লক্ষ্যে বিভিন্ন সার্ভিসেস ও জেলার ৫০ জন খেলোয়াড় নিয়ে আবাসিক ক্যাম্প শুরু হয়েছে কাবাডি দলের। সাবেক ফিফা রেফারি সুজিত রয়েছেন ফিটনেস ট্রেনারের দায়িত্বে। যদিও তার মেয়াদ কাল স্বল্প সময়ের জন্য।

আগামীতে ফিটনেস ট্রেনার হিসেবে আসার কথা ভারতের রামেশ ভি’র। তার আসা আগপর্যন্ত সুজিত দায়িত্ব পালন করে যাবেন। দায়িত্বটা বেশ উপভোগ করছেন তিনি। বাংলা ট্রিবিউনকে সুজিত বলেছেন, ‘জাতীয় খেলা কাবাডি দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা অবশ্যই গর্বের। ফুটবলের রেফারিংয়ের মতো কাবাডিতেও আমি ফিটনেস নিয়ে ভালো কাজ করতে চাই। যতদিন সময় পাবো, নিজের কাজটা সুচারুভাবে করে যাওয়ার চেষ্টা করবো।’

২০ আগস্ট থেকে কাবাডি দলের ক্যাম্প শুরু হয়েছে। কাবাডি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সাবেক এই ফিফা রেফারি বলেছেন, ‘যেকোনও খেলায় ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। কাবাডির মতো খেলা তো অবশ্যই। আমি খেলোয়াড়দের ফিটনেস উন্নতির জন্য কাজ শুরু করছি। আশা করছি, খেলোয়াড়দের ফিটনেস একটা লেভেলে নিয়ে আসতে পারবো।’

কাবাডি ফেডারেশনের সঙ্গে সুজিতের প্রাথমিক চুক্তিটা এক মাসের। পারফরম্যান্স অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়তে পারে। এ ব্যাপারে সাবেক ফিফা রেফারির বক্তব্য, ‘ফিটনেস নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস উন্নত হলে কাজ করে যাবো। এক মাস পর আমার পারফরম্যান্স মূল্যায়ন হবে। যদি দেখি উন্নতি হয়নি, তখন আমি নিজেই দায়িত্ব থেকে সরে যাবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!