X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘মা কান্নাকাটি করেছেন, তাদের সঙ্গে ঈদ করবো কীভাবে’

তানজীম আহমেদ
০৩ মে ২০২২, ১৮:৫৫আপডেট : ০৩ মে ২০২২, ১৮:৫৬

ঈদে সেমাই-জর্দা রান্না করে মা বসে আছেন। শুধু ঢাকা থেকে ছেলের আসার অপেক্ষা...বিউটি বেগম ঈদকে কেন্দ্র করে এমন স্বপ্ন দেখেছেন ঠিকই। কিন্তু বড় ছেলে রোমান সানাকে ছাড়া ঈদ পালন করতে হয়েছে এবার! ছেলে যে লাল-সবুজ জার্সি গায়ে চড়িয়ে আজ (মঙ্গলবার) রাতে ইরাকে খেলতে যাচ্ছেন। তাই কলিজার টুকরো সন্তানকে একবার চোখের দেখার সুযোগও নেই। মা-ছেলের এমন কষ্ট ঈদ-আনন্দ অনেকটা ম্লান করে দেওয়ার জন্যই যথেষ্ট!

আগামী ৬ থেকে ১১ মে ইরাকের সোলেমানিয়ায় এশিয়া কাপ বিশ্ব র‌্যাংকিং স্টেজ-২ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ১২ সদস্যের আর্চারি দল আজ রাতেই ঢাকা ছাড়তে যাচ্ছে। তাই রোমান-দিয়া কিংবা শ্যামলীদের কোনও ফুরসত নেই। শেষ মুহূর্তটা কাটাতে হচ্ছে টঙ্গীর আর্চারি ক্যাম্পেই। ঈদের দিন কিছুক্ষণের জন্য হলেও যে বাবা-মা কিংবা পরিজনের সঙ্গে দেখা করবেন-তাও অসম্ভব বিষয়।

রোমান সানা এমন পরিস্থিতির মুখোমুখি আগেও হয়েছিলেন। আর্চারিতে ক্যারিয়ার গড়তে গিয়ে ৫ থেকে ৬ বারের মতো ঈদ করতে হয়েছে বাবা-মা ছাড়া। কোনও সময় টঙ্গীর ক্যাম্পে ছিলেন। আবার কোনও সময় খেলতে গেছেন দেশের বাইরে।
তবে রোমানের কষ্টটা এবার যেন একটু বেশি-ই। মা বিউটি বেগম একটু বেশি কান্নাকাটি করেছেন ছেলের সঙ্গে ঈদ করতে না পারার বিষাদে। বাবা আব্দুল গফুর সানারও একই অবস্থা। ‘দেশের জন্য খেলতে যাচ্ছি’ - শুধু এমন কথা বলেই তাদের প্রবোধ দেওয়া হচ্ছে।

তাতেও রোমানের কষ্ট কিছু কমছে না। মা-বাবার মনের অবস্থার কথা তুলে ধরে এই আর্চার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগে ৫/৬ বার ঢাকা বা ঢাকার বাইরে ঈদ করতে হয়েছে। টোকিও, ইন্দোনেশিয়া, চীন ও থাইল্যান্ডে ছিলাম। তখনও বেশ খারাপ লাগতো, পরিবার ছাড়া ঈদ করতে হচ্ছে বলে। এবার তো মা বেশ কান্নাকাটি করেছেন। বাবা তো পুরুষ মানুষ, কিন্তু মায়ের মন তা বুঝেনই। ঢাকায় ক্যাম্পে ঈদ করতে হচ্ছে। এখন রাতে ঢাকা ছাড়তে হবে, তাদের সঙ্গে ঈদ করবো কীভাবে।’

কোচের সঙ্গে দুজন। প্রায় সারা বছর আর্চারির ক্যাম্প কিংবা বিভিন্ন টুর্নামেন্টের কারণে টঙ্গী কিংবা দেশের বাইরে থাকতে হয় রোমান সানাদের। তাই নাড়ির টানে খুলনা সদরের তুতপাড়ায় যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। ঈদ উদযাপনের একটা আকুতি থাকলেও সেখানে বাদ সাধে খেলা। রোমানের তাই অনেক আক্ষেপ, ‘সারা বছরই খেলার কারণে বাড়ির বাইরে থাকি। ঈদের সময় বাবা-মা অপেক্ষায় থাকে তাদের সঙ্গে থাকবো, সময় কাটাবো। মায়ের হাতে সেমাই খাবো। কিন্তু আগেরবারের মতো এবারও হচ্ছে না। মনটা খারাপ করে বসে আছি। বছরে এক বা দুবার তাদের সঙ্গে ঈদ পালন না করলে কেমন দেখায়।’

অবশ্য শুরুতে বিষয়টা মানিয়ে নিতে পারলেও রোমানের জন্য এখন সেটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় খেলা থেকেই দূরে চলে যেতে মন চায় তার। কিন্তু বাস্তবতা মেনেই সবকিছু গ্রহণ করে যান সবসময়। রোমান বললেন, ‘আগে থেকে সবকিছু মেনে নিয়েছি, মানিয়ে নিতে হচ্ছে। তবে এখন আসলে ভালো লাগছে না। মনে হয় আর্চারি ছেড়ে দিয়ে মায়ের কোলে ফিরে যাই। কিন্তু তা তো সম্ভব নয়।’

রোমানের মতো দিয়া সিদ্দিকীর মনও পড়ে আছে বাড়িতে। নীলফামারীতে বাবা-মা ভাই-বোন আছেন। তারাও অপেক্ষায় থাকেন কখন দিদি আসবে; একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে। এটা নিয়ে তিনবার বাবা-মা-পরিজন ছাড়াই ঈদ পালন করছেন দিয়া। কিন্তু কী করা। দেশের জন্য খেলতে হচ্ছে, তাই মানিয়ে নিতে শুরু করেছেন। দিয়ার ভাষায়, ‘বাবা-মাকে ছাড়া ঈদ করতে হচ্ছে, খারাপ লাগছে অনেক। বলে বোঝাতে পারবো না। তাদের সঙ্গে কথা বললে মন খারাপ হয়ে যায়। তারপরেও দেশের জন্য খেলতে হচ্ছে। এখানে যদি ভালো ফল করতে পারি, তাহলে এই কষ্ট অনেকটা সার্থক মনে হবে।’
এশিয়ান কাপ স্টেজ-এক এ বছরের শুরুতে থাইল্যান্ডে সোনা ও রুপা জিতেছিলেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। এবার ইরাকে সাফল্য পেলে তা হবে অনেকটা ঈদের আনন্দের মতোই। দেশে ফিরে বাবা-মায়ের কাছে সেই আনন্দটাই ভাগাভাগি করার স্বপ্ন তাদের। এখন সেটা সার্থক হলেই হয়!

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া