এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভ মিশ্র দলগত বিভাগে সোনার পদক জিতেছে বাংলাদেশ। চীনা তাইপেতে আজ রোববার ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশের আর্চাররা। এই ইভেন্টে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে হাকিম আহমেদ সাফল্য পান।
ফাইনালে আজ প্রথম সেটে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল না। ৩৮-৩৬ পয়েন্টে হেরে যায়। প্রথম সেট হারলেও এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরের দুই সেট জিতেছে ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে। বাংলাদেশ একপর্যায়ে তিন সেটে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যায়। এরপর শেষ সেট ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলেও বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৫-৩ সেট পয়েন্টে।
অবশ্য রিকার্ভে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে দিয়া ব্রোঞ্জের লড়াইয়ে ৬-৪ সেট পয়েন্টে হেরেছেন মালয়েশিয়ার মাশাইখ সিয়াকিয়ারের কাছে।