X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে বিয়ে হলো রোমান-দিয়ার

নীলফামারী প্রতিনিধি
০৫ জুলাই ২০২৩, ২২:০০আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২২:০২

আর্চারিতে জুটি গড়ে একসঙ্গে তীর ধনুক ছুঁড়েছেন রোমান সানা ও নীলফামারীর দিয়া সিদ্দিকী। এবার তারা জুটি গড়লেন জীবনের নতুন ইনিংসে। বুধবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দেশের দুই তারকা আর্চার।

বুধবার (৫ জুলাই) দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে তাদের বিয়ে হয়েছে। দিয়ার বাড়ি নীলফামারী শহরে উকিলের মোড় পাইকার পাড়ায়। আর বর রোমানের বাড়ি খুলনায়। বিয়ের অনুষ্ঠানে দিয়ার মোহরানা নিয়ে পরিবারের কোনও দাবি ছিল না। তবে রোমানের পরিবার বিয়ে রেজিস্ট্রির সময় ৫ লাখ লিখিয়েছেন। তার মধ্যে নগদ দুই লাখ টাকার অলংকার (সোনার গহনা) দেওয়া হয় দিয়াকে। 

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দিয়া সিদ্দিকী বলেছেন, ‘আমরা সকলেই জানি বিয়ে মানে আনন্দের বিষয়। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও নিজের পরিবারের সকলকে এক সঙ্গে পেয়ে অনেক আনন্দিত। সকলে আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন সুখে কাটাতে পারি।’

স্বজনদের সঙ্গে রোমান-দিয়া একই কথা বলেছেন রোমান সানাও। রোমান আনসারে ল্যান্স নায়েক পদে আছেন। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছরই যোগ দিয়েছেন আনসারে। দিয়ার বাবা নূর আলম সিদ্দিকী একটি বেসরকারি টেলিভিশনে কাজ করেন। তিনি নীলফামারী জেলা প্রতিনিধি। দিয়া খেলার মতো পড়াশোনাতেও সফল। এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন। ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

তিন ভাইবোনের মধ্যে দিয়াই সবার বড়। মেয়ের পছন্দের মানুষকে তার জীবনসঙ্গী করতে পারার আনন্দ ছিল বাবার চোখে মুখে। কয়েক মাস ধরেই এ ব্যাপারে দুই পরিবারের মধ্যে কথা চলছিল। অবশেষে চূড়ান্ত ভাবে বিয়ে সম্পন্ন হলো। 

রোমানের বাবা মো. আব্দুল গফুর সানা বলেছেন, ‘ওদের বিয়ে হয়ে গেলো। আনুষ্ঠানিকতা শেষে আমরা খুলনা যাবো। ৮ জুলাই আমাদের বাড়িতে বৌভাত হবে।’

উভয় পরিবারের স্বজন ছাড়াও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, ট্রেজারার আনিসুর রহমান দিপু, সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত, সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিরন, ট্রেনিং অ্যান্ড আর্চারি ডেভেলপমেন্ট সাব কমিটি চেয়ারম্যান মো. ফারুক ঢালী, আর্চারির জাতীয় কোচ মার্টিন ফেডারিক।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের আন্তর্জাতিক অভিষেকে রোনালদোর আবেগঘন পোস্ট
ছেলের আন্তর্জাতিক অভিষেকে রোনালদোর আবেগঘন পোস্ট
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছাত্রদল নেতাকর্মীর
আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছাত্রদল নেতাকর্মীর
কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে অস্বস্তিতে ভারত
কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে অস্বস্তিতে ভারত
সর্বাধিক পঠিত
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার