X
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
৩ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়ন আইয়ান ও নীড় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৩, ২০:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২০:০০

আগামী চেজ গিল্ড স্কুল দাবায় চ্যাম্পিয়ন হয়েছে আইয়ান রহমান ও মনন রেজা নীড়। একক ইভেন্টের প্রথম থেকে পঞ্চম শ্রেণি ক্যাটাগরিতে আইয়ান ও ষষ্ঠ থেকে দশম শ্রেণি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে নীড়। ৭ রাউন্ডের খেলায় আইয়ান ও নীড় দুজনই পেয়েছে সাড়ে ছয় পয়েন্ট করে। 

ব্লিটজ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এলিগেন্ট চেজ একাডেমি। এই দলে খেলেছে জারিফ হক আফনান, তাসরিক সায়হান, সিয়াম চৌধুরী ও নীলাভা চৌধুরী। আজ শনিবার দাবা ফেডারেশন কার্যালয়ে শেষ হয়েছে এই প্রতিযোগিতা। 

আগামী চেজ গিল্ডের আয়োজনে গত ২৮ সেপ্টেম্বর শুরু হয় ‘আমরা ৯২’ আগামী চেজ গিল্ড স্কুল রেটিং টুর্নামেন্ট। সুইস লিগ পদ্ধতিতে হয়েছে খেলা। একক ও দলগত দুই বিভাগে অংশ নেয় ১৪৫ জন দাবাড়ু। টুর্নামেন্টে বিজয়ীরা ট্রফি, মেডেল ও সার্টিফিকেটের পাশাপাশি পেয়েছে ৭০ হাজার টাকা। 

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। 

এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মিরপুর দুয়ারীপাড়া সোহাগ স্বপ্নধারা পাঠশালা ও মোহাম্মদপুর ঢাকা উদ্যানের সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত ৪২ জন দাবাড়ু। এছাড়া ফেনী, ময়মনিংসহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়ি, পাবনার স্কুলের দাবাড়রুরাও অংশ নিয়েছে।  

চ্যাম্পিয়ন দাবাড়ু আইয়ানের বাবা ছিলেন ক্রিকেটার। কিন্তু ছেলের দাবা খেলার নেশা। আইয়ানের বাবা গুলজার এ আলম বলছিলেন, ‘আমি বরিশালে এক সময় নিয়মিত নির্মাণ স্কুল ক্রিকেটে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত যদিও ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে নিতে পারিনি। আমার ছেলের ক্রিকেট নিয়ে কোনও আগ্রহই নেই। সে দাবার প্রতি আসক্ত।’ 

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র আইয়ান গত বছর জাতীয় বয়সভিত্তিক দাবায় (অনূর্ধ্ব-১০ বিভাগে) চ্যাম্পিয়ন। বর্তমানে আইয়ানের ফিদে রেটিং ১৭৪৪। ভবিষ্যতে আইয়ান গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন দেখে।

ভবিষ্যতে এই টুর্নামেন্ট বড় পরিসরে আয়োজনের ইচ্ছা সমন্বয়ক আবু সুফিয়ান শাকিলের, ‘আগামী এডুকেশন ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টর ও আগামী  চেজ গিল্ডের উদ্যোক্তা যুক্তরাষ্ট্রপ্রবাসী তাহসিন রউফ মূলত এই টুর্নামেন্টের আয়োজক। তিনি গত দুই বছর আন্তরিকতার সঙ্গে এই টুর্নামেন্ট ও সুবিধা বঞ্চিত দাবাড়ুদের প্রশিক্ষণের বিষয়ে সব রকমের সহযোগিতা দিয়ে আসছেন। আমরা ভবিষ্যতে বড় পরিসরে এটি করতে চাই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর ‘অপমানজনক’ শার্ট পোড়ালো ফিলিস্তিনিরা
ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর ‘অপমানজনক’ শার্ট পোড়ালো ফিলিস্তিনিরা
সমাধানের আশ্বাসে সড়ক ছেড়েছেন সিএনজিচালকরা, যান চলাচল স্বাভাবিক
সমাধানের আশ্বাসে সড়ক ছেড়েছেন সিএনজিচালকরা, যান চলাচল স্বাভাবিক
নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ৪৪ গাড়ি, বেশিরভাগ আ.লীগের সাবেক এমপিদের
নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ৪৪ গাড়ি, বেশিরভাগ আ.লীগের সাবেক এমপিদের
লাল কার্ডের ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’  বলছেন বেলিংহ্যাম
লাল কার্ডের ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ বলছেন বেলিংহ্যাম
সর্বাধিক পঠিত
কবি সোহেল হাসান গালিব কারাগারে
কবি সোহেল হাসান গালিব কারাগারে
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন
মোহাম্মদপুরের হাইক্কার খাল উদ্ধারের উদ্যোগ
মোহাম্মদপুরের হাইক্কার খাল উদ্ধারের উদ্যোগ
ময়মনসিংহ মেডিক্যালে বিএনপিপন্থি চিকিৎসকদের গ্রুপিং, সমস্যা ‘বহিরাগতকে’ নিয়ে
ময়মনসিংহ মেডিক্যালে বিএনপিপন্থি চিকিৎসকদের গ্রুপিং, সমস্যা ‘বহিরাগতকে’ নিয়ে
ফুলের দোকানে ভাঙচুরের পর ঘুড়ি উৎসব স্থগিত
ফুলের দোকানে ভাঙচুরের পর ঘুড়ি উৎসব স্থগিত