X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

জোড়া রেকর্ড গড়ে জুইয়ের চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ২০:৩০আপডেট : ২৬ মে ২০২৪, ২০:৩০

সাইফ পাওয়ারটেক ৩৬তম জাতীয় সাঁতারের প্রথম দিনে হয়েছিল ৪টি রেকর্ড। আজ রবিবার দ্বিতীয় দিনে আরও দুটি রেকর্ড হয়েছে। দুটি রেকর্ডই গড়েছেন বিকেএসপির জুই আক্তার। সব মিলিয়ে দুই দিনে সাঁতারে হয়েছে ৬টি রেকর্ড। 

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে দিনের শুরুতে মেয়েদের ১৫-১৭ বছর বিভাগে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জেতেন জুই। তিনি সময় নেন ১ মিনিট ২৫.০৭ সেকেন্ড। আগের রেকর্ড হয়েছিল ২০২১ সালে সাগরখালী সুইমিং ক্লাবের মরিয়ম খাতুনের কাছ থেকে। 

এরপর বিকালে ৮০০ মিটার ফ্রি স্টাইলে নতুন রেকর্ড গড়েন জুই। তিনি সময় নেন ১১ মিনিট ০৪.৭৮ সেকেন্ড। এর আগের রেকর্ডটি ছিল ২০১২ সালে বাংলাদেশ আনসারের নাজমা খাতুনের। তিনি সময় নিয়েছিলেন ১১ মিনিট ২০.১৫ সেকেন্ড। 

কুষ্টিয়ার আমলার সাঁতারু জুই। পড়াশোনা করছেন বিকেএসপিতে দশম শ্রেণিতে। সেই ২০১৭ সাল থেকে নিয়মিত অংশ নেন বয়সভিত্তিক সাঁতারে। রেকর্ড গড়ার পর তিনি বলেছেন, 'আমি যেভাবে অনুশীলন করেছি, তাতে আত্মবিশ্বাস ছিল ভালো করবো। আমার এই পারফরম্যান্সের পেছনে অনেক অবদান বিকেএসপির কোচদের।'

গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে  হয়েছে বিমসটেক জুনিয়র ওয়াটার স্পোর্টস প্রতিযোগিতা। খুব কাছ থেকে ভারতের সাঁতারুদের দেখে এসে জুইয়ের উপলব্ধি, 'আমাদের চেয়ে ওরা অনেক বেশি সুযোগ সুবিধা পায়। আমরা যদি বিদেশি কোচের অধীনে দীর্ঘমেয়াদী অনুশীলন করতে পারি তাহলে আমাদেরও আন্তর্জাতিক পদক আসবে।'

২০১৬ সালের পর এসএ গেমসে সাঁতারে কোনও সোনার পদক আসেনি বাংলাদেশে। জুইয়ের আশা, 'আমি আরও ভালোভাবে অনুশীলন করতে চাই। টাইমিংয়ে আরও উন্নতি করতে চাই। এসএ গেমসে যেন আমার হাত ধরে বাংলাদেশে আসে সোনার পদক।’ 

রবিবার ডাইভিংয়ে ২টি ইভেন্টের মধ্যে একটিতে হয়েছে জাতীয় রেকর্ড। 

৪৩টি সোনা, ৩০টি রুপা ও ১০টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকার শীর্ষে আছে বিকেএসপি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোরবানির মাংস পেলেন যৌনপল্লির ২ হাজার বাসিন্দা
কোরবানির মাংস পেলেন যৌনপল্লির ২ হাজার বাসিন্দা
৬ বছর কারাবাস খালেদা জিয়ার ‘একরুম বন্দি’ ১৪তম ঈদ
৬ বছর কারাবাস খালেদা জিয়ার ‘একরুম বন্দি’ ১৪তম ঈদ
চীনকে মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান ইইউ’র
চীনকে মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান ইইউ’র
কদর নেই এবারও, জবাই করে দিলেই মিলছে চামড়া
কদর নেই এবারও, জবাই করে দিলেই মিলছে চামড়া
সর্বাধিক পঠিত
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?
সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?
৩ লাখ মুসল্লি নিয়ে গোর-এ শহীদ ময়দানে ঈদ জামাত
৩ লাখ মুসল্লি নিয়ে গোর-এ শহীদ ময়দানে ঈদ জামাত