X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বঙ্গবন্ধু জাতীয় ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ১৪:৩১আপডেট : ১০ জুন ২০২৪, ১৪:৩১

পাঁচদিন ব্যাপী বঙ্গবন্ধু ষষ্ঠ জাতীয় ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। যৌথভাবে রানার্সআপ হয়েছে আনসার ও ভিডিপি এবং বর্ডার গার্ড বাংলাদেশ। এছাড়া আরও ছয়টি দল পদক তালিকায় নাম তুলেছে।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল(অব.) সামছ এ খান, বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক(ডিআইজি)  মো. মনিরুজ্জামান, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব একেএম শামীম চৌধুরী ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে আগামী দিনে দেশ ও জাতির জন্য সাফল্য বয়ে আনার আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি বাংলাদেশ ফেন্সিং দেশে-বিদেশে আরও সাফল্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

বিওএর মহাপরিচালক সামছ এ খান বাংলাদেশের ফেন্সিং-এর সাফল্য কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী আন্তর্জাতিক পরিমণ্ডলে তথা বিশ্বে সকল খেলাধুলার পাশাপাশি বাংলাদেশের ইনডোর গেমসের গুরুত্ব আরোপ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ডিআইজি মনিরুজ্জামান জাতির পিতার নামে ধারাবাহিকভাবে টুর্নামেন্ট আয়োজন করায় সংগঠকদের সাধুবাদ জানান। পাশাপাশি বঙ্গবন্ধু ও তার গৌরবগাঁথা তুলে ধরে জাতির পিতার অবমাননাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। 

ফেন্সিং ফেডারেশনের সভাপতি শোয়েব চৌধুরী বলেছেন, ‘‘ফেন্সিং একাডেমি অবকাঠামো তৈরীর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে তার ধারাবাহিকতা বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ ফেন্সিং অক্ষুণ্ন রাখবে। বঙ্গবন্ধু যেমন বলেছেন, ‘বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’ তেমনি  ফেন্সিং অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না।’’ 

বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান এর আগে স্বাগতে বক্তব্য ইনডোর গেমসে পৃষ্ঠপোষকতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। 

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!