শুধু জেলাতেই নয়, উপজেলা পর্যায়েও আছে স্টেডিয়াম, যেগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামকরণ প্রকল্প ছিল। আজ এমন ১৫০ মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
নিজ উপজেলার নামেই জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে স্টেডিয়ামগুলোর নামকরণ করেছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি উপজেলা মিনি স্টেডিয়াম, দেবীগঞ্জ, পঞ্চগড় নামকরণ হয়েছে। একইভাবে বাকি ১৪৯ উপজেলার নামেই স্টেডিয়ামগুলোর নতুন নাম করা হয়েছে।
ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম আজ বুধবার এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন। সেটি উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
আগের সরকার প্রধানের পরিবারের অনেকের নামে ছিল ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনা। অর্ন্তবর্তীকালীন সরকার ওই পরিবারের নামে কোনও স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়, তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পাল্টানো হয়েছে। আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ের স্থাপনার নামও পাল্টানোর প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়।