X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

‘২৫’ বছর পূরণ করলেন হ্যান্ডবলের কোহিনূর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৬, ১৭:৪৪আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৭:৫০

‘২৫’ বছর পূরণ করলেন হ্যান্ডবলের কোহিনূর ১৯৯১ থেকে ২০১৬। দুই যুগেরও বেশি সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দৃশ্যপট বদলেছে অনেক। বিভিন্ন ফেডারেশনের শীর্ষ পদেও রদবদল হয়েছে অনেক। কিন্তু হ্যান্ডবলের সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান কোহিনূর ২৫ বছর ধরে আছেন অবিচল!
১ এপ্রিল ১৯৯১ সালে হ্যান্ডবলে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন কোহিনূর। ২০১৬ সালের ১ এপ্রিল কোহিনূরের ২৫ বছর পূর্তি হওয়ায় দিনটি স্মরণীয় করে রাখতে এদিন হ্যান্ডবল ফেডারেশন তাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে। এদিন ক্যাপ্টেন অব. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম ক্রীড়াঙ্গনের সর্বস্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বড় মিলনমেলায় রুপ নেয়।
১৯৯৬ সালের আগে ক্রীড়া ফেডারেশনগুলোতে নির্বাচনের পদ্ধতি ছিল না। অ্যাডহক ভিত্তিকে জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনের কমিট গঠন হতো। ১৯৯১ সালে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ছিলেন লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান। তার অনুমোদন ক্রমেই কোহিনূর হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হন। সেই মাহবুবুর রহমান কোহিনূরকে মূল্যায়ন করছেন এভাবে, ‘হ্যান্ডবল এখন দেশের ক্রীড়াঙ্গনের প্রতিষ্ঠিত খেলা। এর পেছনে কোহিনূরের অবদান অনস্বীকার্য। শুধু হ্যান্ডবল নয় আনসার ভিডিপির ক্রীড়া প্রাতিষ্ঠানিক রূপের পেছনেও কোহিনূরের ভূমিকা রয়েছে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেণ শিকদারও কোহিনূরের প্রশংসা করেন। তিনি বলেন,‘ আমার এই স্বল্প সময়ের মধ্যে বলবো হ্যান্ডবল খুব সফল ফেডারেশন। আসাদুজ্জামান কোহিনূর বেশ দক্ষ সংগঠক। ’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ( বিওএ ) সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘নির্লোভ, কর্মঠ কর্মকর্তার এক প্রতিচ্ছবি আসাদুজ্জামান কোহিনূর। হ্যান্ডবল তো অবশ্যই, দেশের ক্রীড়াঙ্গনে সংগঠক তৈরিতেও অনেক ভূমিকা রয়েছে কোহিনূরের।’

আসাদুজ্জামান কোহিনূর তার দায়িত্বের ২৫ বছর পূর্তির দিন বলেন,‘ যখন দায়িত্ব নিয়েছিলাম তখন হ্যান্ডবলকে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ ছিল। ২৫ বছর পর এখন অনেকটাই তৃপ্ত; হ্যান্ডবল এখন বেশ সুপ্রতিষ্ঠিত। ভবিষ্যতে হ্যান্ডবল আরও উন্নতি করবে।’

গতকাল আসাদুজ্জামান কোহিনূরের রজতজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব আখতার হোসেন খান, জাতীয় ক্রীড়া পরিষদের বর্তমান সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমা মিকু, ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। কোহিনূরের রজতজয়ন্তীতে সম্মাননা জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বিওএ, এনএসসি, মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটিসহ বিভিন্ন ফেডারেশন, সংস্থা ও ক্রীড়াবিদরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক হকি খেলোয়াড় ও হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি হাসান উল্লাহ খান রানা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’