X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ফেদেরারের অস্ত্রোপচার, খেলছেন না ফ্রেঞ্চ ওপেনে

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১০

ফেদেরারের অস্ত্রোপচার, খেলছেন না ফ্রেঞ্চ ওপেনে ক্লে-কোর্টের প্রতিযোগিতায় বেছে বেছে খেলবেন, আগেই বলেছিলেন রজার ফেদেরার। লক্ষ্য ছিল ফ্রেঞ্চ ওপেন। অস্ট্রেলিয়ান ওপেনে দীর্ঘ সব ম্যাচ খেলে বয়সকে বুড়ো আঙুল দেখানো ৩৮ বছর বয়সী তারকার পরিকল্পনা ভেস্তে গেল। কালই হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে, তাই খেলতে পারবেন না বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।

আজ (বৃহস্পতিবার) নিজের টুইটারে দেওয়া পোস্টে নিশ্চিত করেছেন ফেদেরার। এমনিতেই বেছে বেছে টুর্নামেন্ট খেলছিলেন তিনি। বয়সের ভার ও চোট থেকে বাঁচতে বাড়তি কাজের বোঝা এড়িয়ে যেতেই তার এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার ওপেনের পর বিশ্রাম নিয়ে রোলাঁ গারোতে নামার পরিকল্পনা ছিল তার। যদিও ছুরি-কাচির নিচে যাওয়ায় সেটি সম্ভব হচ্ছে না।

টুইটারে দেওয়া পোস্টে ফেদেরার লিখেছেন, ‘আমার বাঁ হাঁটু বেশ ভোগাচ্ছিল। ভেবেছিলাম সব ঠিকঠাকই যাবে, কিন্তু পরীক্ষা-নিরীক্ষা ও আমার দলের সঙ্গে আলোচনার পর গতকাল সুইজারল্যান্ডে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছি।’ এরপরই দিয়েছেন ফ্রেঞ্চ ওপেনে না থাকার ঘোষণা, ‘অস্ত্রোপচার শেষে চিকিৎসক ইতিবাচক এবং পুরোপুরি সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। এর ফলে দুর্ভাগ্যবশত খেলতে পারব না দুবাই, ইন্ডিয়ান ওয়েলস, বোগোতা, মায়ামি ও ফ্রেঞ্চ ওপেনে।’

এখন ঘাসের কোর্টে ফেরার অপেক্ষায় রেকর্ড ২০তম গ্র্যান্ড স্লামের মালিক, ‘প্রত্যেকের সমর্থনে আমি কৃতজ্ঞ। ‍আবারও খেলায় ফিরতে উন্মুখ হয়ে আছি। ঘাসের কোর্টে দেখা হচ্ছে।’

গত পাঁচ বছরে চতুর্থবার ফ্রেঞ্চ ওপেনে খেলা হচ্ছে না ফেদেরারের। বয়স ৩৮ পেরিয়ে গেলেও অস্ট্রেলিয়ান ওপেনে দাপুটে কিছু ম্যাচেই উপহার দিয়েছেন সুইস কিংবদন্তি। যদিও মেলর্বোনে প্রতিযোগিতার সময় কুঁচকির সমস্যায় ভুগেছেন। নোভাক জোকোভিচের বিপক্ষে সেমিফাইনালে দিতে পারেননি নিজের সেরাটা। আর এবার হাঁটুর অস্ত্রোপচারে লম্বা সময়ের জন্য ছিটকে যেতে হলো কোর্ট থেকে।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ
যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ
হোলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
হোলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের