X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

অখ্যাত রাদুকানু ইউএস ওপেন জিতে পাচ্ছেন ২১ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৮

মেয়েদের টেনিসে লেখা হয়ে গেলো তারুণ্যের জয়গান। দুই অখ্যাত টিএনএজার পা রেখেছিলেন ইউএস ওপেনের ফাইনালে। একজন ব্রিটেনের এমা রাদুকানও আরেকজন কানাডার লেইলা ফার্নান্দেজ। জায়ান্ট কিলারের তকমা লেগে যাওয়া লেইলাকে হারিয়ে ইতিহাস গড়েছেন এমা রাদুকানু।

৬-৪, ৬-৩ গেমে ফাইনাল জেতা রাদুকানু লেইলার চেয়ে মাত্র এক বছরের ছোট। ম্যাচ জয়ের পর তাই বিশ্বাসই করতে পারছিলেন না। অবিশ্বাসের ভঙ্গিতে কোর্টে শুয়ে চোখ-মুখ ঢেকে ফেলেছিলেন।  

অবশ্য বাছাই পর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে যিনি গ্র্যান্ড স্লাম জিতবেন, তার তো এমন অনুভূতি হওয়ারই কথা! শুধু কি তাই, ৪৪ বছর পর প্রথম ব্রিটিশ কোন নারী পেলেন গ্র্যান্ড স্লাম জেয়ের স্বাদ।

১৯৭৭ সালে ব্রিটিশদের হয়ে সর্বশেষ গ্র্যান্ড স্লামটি (উইম্বলডন) জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড। ইতিহাস গড়ার মুহূর্তটায় উপস্থিত ছিলেন তিনি। তাই আবেগটা ধরে রাখতে পারেননি রাদুকানু, ‘ভার্জিনিয়া ওয়েডের সামনে এমন মুহূর্ত আমার কাছে বিশেষ কিছু। কারণ এরাই ব্রিটিশ আইকন, তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারায় এই আত্মবিশ্বাস আমরা মাঝে আসে যে, আমিও এমন কিছু করতে পারবো।’

প্রাইজমানি হিসেবে রাদুকানু পাচ্ছেন বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি ১৭ লাখ ১৭ হাজার টাকার কিছু বেশি। পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও ছাপ ফেলবে তার এই কীর্তি। উঠে যাবেন ২৩ নম্বরে। 

এক নজরে রাদুকানুর কীর্তিগুলো-

১. ১৯৬৮ সালের পর ফ্ল্যাশিং মিডোয় ব্রিটিশ কোন নারী জয়ের দেখা পেলেন। সর্বশেষ জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড।

২. গ্র্যান্ড স্লামের উন্মুক্ত যুগে প্রথম কোয়ালিফায়ার, যিনি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়েছেন।

৩. ২০০৪ সালের পর সর্বকণিষ্ঠ নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জিতেছেন। তার আগের কীর্তিটি গড়েছিলেন মারিয়া শারাপোভা, উইম্বলডনে।

৪. সর্বকণিষ্ঠ ব্রিটিশ নারী গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়লেন।

/এফআইআর/       
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধ্য হলো ভারত!
নিষেধাজ্ঞার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধ্য হলো ভারত!
গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের সুবিধাভোগী ৩৫ হাজার উদ্যোক্তা
গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের সুবিধাভোগী ৩৫ হাজার উদ্যোক্তা
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাওয়ায় এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর সামনে ব্লকেড
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাওয়ায় এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর সামনে ব্লকেড
লঞ্চে তরুণীদের পেটানো সেই যুবক আটক
লঞ্চে তরুণীদের পেটানো সেই যুবক আটক
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ