X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেনেও খেলা হবে না জোকোভিচের!

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২২, ১৯:২৬আপডেট : ২১ জুলাই ২০২২, ১৯:২৯

নোভাক জোকোভিচের নাম এন্ট্রি তালিকায় রেখে দিলেও সার্বিয়ান তারকার জন্য সুখবর নেই ইউএস ওপেনে। টিকার ক্ষেত্রে কোনও ছাড় দিচ্ছে না তারা। ফলে টিকা না নেওয়ায় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে জোকোভিচের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন বিবৃতিতে বলেছে, ‘গ্র্যান্ড স্লাম রুল বুক অনুযায়ী সব যোগ্য খেলোয়াড় ৪২ দিনের র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্বনিয়ন্ত্রিত ভাবে পুরুষ ও নারী এককের মূল ড্রয়ে স্থান পেয়েছেন। ইউএস ওপেনে খেলোয়াড়দের টিকা নেওয়ার ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই। তবে যারা মার্কিন নাগরিক নন ও টিকাবিহীন- টুর্নামেন্টে তাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থানকে সম্মান প্রদর্শন করা হবে।’

সফররত বিদেশিদের ক্ষেত্রে কড়া নিয়ম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। টিকার সব ডোজ নেওয়া না থাকলে দেশটিতে প্রবেশের অনুমতি নেই। কিন্তু সার্বিয়ান তারকা টিকার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা আগেই জানিয়েছেন যে, টিকা নেবেন না। এই কারণে, অস্ট্রেলিয়ান ওপেনেও সেখানকার সরকারের তোপের মুখে পড়েছিলেন।  এই উইম্বলডন জয়ের পরও র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা বলেছেন, ‘আমি টিকা নেইনি। আর সেটা নেওয়ারও ইচ্ছা নেই।’

তবে কিছুদিন আগে জোকোভিচকে খেলতে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনুরোধ করেছিলেন টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর ড্রিউ স্প্রিঙ্গার। টুইটারে জো বাইডেনের প্রতি অনুরোধ জানাতে গিয়ে অবশ্য তিনি খোঁচা দিতেও ভুল করেননি। ড্রিউ স্প্রিঙ্গার বলেছেন, ‘বাইডেন ইউএস ওপেন খেলতে চাওয়া নোভাক জোকোভিচতে আসতে বাধা দিচ্ছেন। অথচ লাখ লাখ টিকাবিহীন অবৈধ মানুষকে সীমান্তে প্রবেশ করতে বাধা দিতে চান না। কিন্তু জো, আরেকজন টিকাবিহীন মানুষ এলেই বা ক্ষতি কী?’  জোকোভিচকে খেলতে দেওয়ার জন্য অনলাইন পিটিশনের জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়াও।

এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে উইম্বলডনে খেলতে পারেননি রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ ও তার সতীর্থরা। এবার অবশ্য রাশিয়ান খেলোয়াড়দের নিউ ইয়র্কে খেলতে কোনও বাধা নেই। তবে নিজ দেশের পতাকার অধীনে খেলতে পারবেন না।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা