উইম্বলডনে টানা পঞ্চম বছরে পুরুষ এককের ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। শুক্রবার শেষ চার ইয়ানিক সিনারের বিপক্ষে দাপট দেখিয়েছেন তিনি।
দ্বিতীয় বাছাই জোকোভিচ ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে ইতালিয়ান অষ্টম বাছাইকে হারান। তাতে রেকর্ড ছোঁয়া অষ্টম উইম্বলডন জয়ের পথে সার্ব তারকা। ফাইনালে জিতলেই অল ইংল্যান্ড ক্লাবে রেকর্ড চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে ছোঁবেন জোকোভিচ। এছাড়া রেকর্ড ছোঁয়া ২৪তম গ্র্যান্ড স্লামও হাতে নেবেন তিনি।
আগামী রবিবার ফাইনালে তার প্রতিপক্ষ স্প্যানিশ শীর্ষ বাছাই কার্লোস আলকারেজ কিংবা রাশিয়ান তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ। দুজনই সেমিফাইনালে লড়বেন শুক্রবার।
জোকোভিচ এনিয়ে নবম উইম্বলডন ফাইনালে। আর রেকর্ড ৩৫তম গ্র্যান্ড স্লাম ফাইনালে খেলবেন তিনি। শুক্রবার জিতে আমেরিকান ক্রিস এভার্টকে পেছনে ফেলেছেন তিনি।
২০১৬ সালের পর উইম্বলডনে ম্যাচ হারেননি জোকোভিচ। আর সেন্টার কোর্টে অপরাজিত ২০১৩ সাল থেকে।